প্রতিবেদন : আরামবাগ থেকে ঘাটাল যাওয়ার পথে বীরসিংহ গ্রামে যান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। রাস্তাতেই প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। প্রত্যেকেই তাঁকে দেখতে চান, একটু কথা বলতে চান। স্কুলের পোশাক পরে অপেক্ষা করছিল পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তাদের দেখে রাস্তায় নেমে পড়েন। গ্রামবাসীদের সঙ্গে কথা হয়। আপ্লুত গ্রামবাসীরা তাঁকে বিদ্যাসাগরের মূর্তি উপহার দেন। খুশি হয়ে মুখ্যমন্ত্রী সেটি নিয়েই ঘাটালের পথে রওনা হন।
আরও পড়ুন- চিফ হুইপ কাকলি, ডেপুটি নেতা শতাব্দী