প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন আলু পাচার রুখতে। এরপর সতর্ক পুলিশ সাফল্যের সঙ্গে রুখে দিল ভিন রাজ্যে আলু পাচার। ধর্মঘট ঘোষণার পর লুকিয়ে ভিনরাজ্যে আলু পাচারের চেষ্টা চালাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা। বিহারে সেই আলু পাচারের আগেই পুলিশ গ্রেফতার করল ট্রাক চালক ও খালাসিকে। উদ্ধার হল ট্রাকভর্তি আলু। পশ্চিম বর্ধমানের বারাবনিতে পর্দাফাঁস হয়ে গেল আলু পাচার চক্রের।
আরও পড়ুন-ফেঙ্গালের প্রভাবে পুদুচেরিতে উদ্ধারে এনডিআরএফ
আসানসোলের বারাবনির কাছে ঝাড়খণ্ড সীমানায় ট্রাক ভর্তি আলুর বস্তা উদ্ধার করে পুলিশ। মোট ৫১০টি আলুর বস্তা উদ্ধার হয় লরি থেকে। আলুগুলি বিহারে পাচার করা হচ্ছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারদর নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের চালানের মধ্যে লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের ছক কষে। তবে পুলিশি নজরদারি এড়িয়ে পাচার করতে সফল হয়নি পাচারকারীরা। তাদের ছক বানচাল হয়।
আরও পড়ুন-আগেই ইভিএম কারচুপির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনরোষে বিজেপি-কমিশন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বারাবনির কাছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নজরদারি চালানোর সময় তাদের নজরে পড়ে ট্রাকটি। প্লাস্টিক ঢাকা ট্রাক দেখে তাদের সন্দেহ দৃঢ় হয়। সঙ্গে সঙ্গেই আটক করা হয় ট্রাকটিকে। চালান দেখতে চায় টহলরত পুলিশ। কর্তব্যরত পুলিশকর্মীরা দেখেন, চালানে লেখা— লরিতে রয়েছে প্লাস্টিকের ব্যাগ। এরপর গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। দেখা যায়, প্লাস্টিকের আড়ালে থাক থাক আলুর বস্তা। মোট ৫১০টি আলু বোঝাই বস্তা-সহ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়। পাচার রুখতে সীমানায় নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।