দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির (Vijay) বাড়ি বোমা দিয়ে ওড়ানোর হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য। চেন্নাই পুলিশ হুমকি ফোন পেয়েই বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, কন্যাকুমারী থেকে এই হুমকি ফোন আসে। পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, এরপর কোনও দিন বিজয় জনসভা করলে তাঁর বাড়ি বোমা দিয়ে ওড়ানো হবে। কারুরে পদপিষ্টের ঘটনা নিয়ে তরজা এখনও তুঙ্গে। ৪১ জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। তারই মধ্যে বিজয়ের বাড়ি বোমা মেরে ওড়ানোর হুমকি ফোন নিয়ে সরগরম রাজনৈতিক মহল।
আরও পড়ুন-এডিজি-র মৃত্যুতে ডিজি-সহ দুই আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর
এদিন এই হুমকি ফোন আসার পরেই পুলিশের বড় বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছে শুরু করে তল্লাশি। যদিও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লোকেশন ট্র্যাক করে যে ফোন করেছিল তাঁকে ধরার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি কোনও প্র্যাঙ্ক বা ভুয়ো কল ছিল। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র র্যালি ছিল। সেখানে জনসমাগম এতটাই বেড়ে যায় যে, বহু মানুষ পদপিষ্ট হন। ৪১ জনের মৃত্যু হয়, কমপক্ষে ৬০ জন আহত হন। ইতিমধ্যেই এই ঘটনার পর মাদ্রাজ হাইকোর্ট SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিজয়ের টিভিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী শুক্রবার মামলার শুনানি আছে। প্রধান বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা আছে।