প্রতিবেদন : শারদোৎসব শেষে এবার বিজয়া সম্মিলনীর পালা। বাংলার প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনী করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আগামী কাল ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মিলনী। ব্লক-অঞ্চল-জেলাস্তরের পাশাপাশি শহরেও বিজয়া সম্মিলনী হবে। টাউন-কর্পোরেশন এলাকায়-ওয়ার্ডে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে। বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভার নির্বাচন। তার আগে বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে রাজ্য জুড়ে মেগা জনসংযোগের কাজ সেরে রাখছে দল। একই সঙ্গে এই আয়োজনের মধ্যে দিয়ে দলের সাংগঠনিক দিকটাও ঝালিয়ে নেওয়া হবে। আলোচনা হবে আগামী দিনের কর্মসূচি নিয়েও। এর মধ্যে দিয়ে আরও সংঘবদ্ধ হবে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-কালীঘাটে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে নেত্রী ও অভিষেক
বিজয়া সম্মিলনীগুলিতে বক্তাদের তালিকায় থাকবেন ৫০ জনেরও বেশি নেতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই কর্মসূচির কথা জানিয়েছেন, সেই অনুযায়ী জেলা ও ব্লকস্তরে তারিখ দিয়ে দেওয়া হয়েছে। ৫ তারিখ সেইমতো দলের কিছু সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ছাত্রনেতা রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা বিভিন্ন প্রান্তে যাবেন। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। বুথ সভাপতিদের অনেকখানি দায়িত্ব থাকছে। বৃহত্তর কলকাতায় প্রতিটি ওয়ার্ডে হবে বিজয়া সম্মিলনী। ১৮ অক্টোবরের মধ্যে এই কর্মসূচি শেষ হবে। প্রসঙ্গত, পুজোর আগে পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। সেখানেও জনসংযোগ গুরুত্ব পেয়েছিল। যেসব জায়গায় তৃণমূলের সংগঠন তুলনামূলক দুর্বল সেখানে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…