তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি, ধৃত ভিলেজ পুলিশ-সহ চার

তাদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Must read

প্রতিবেদন : নেশাগ্রস্ত অবস্থায় তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি করার অপরাধে এক ভিলেজ পুলিশ-সহ চারজনকে গ্রেফতার করা হল। নদিয়ার চাপড়া এলাকায়। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন-আগে না জানানোয় ঝাড়খণ্ড ও ওড়িশাকে দায়ী করলেন সেচমন্ত্রী, গালুডি জলাধারের ছাড়া জলে ভাসছে বাংলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেত্রী গত ৪ জুলাই রাতে চাপড়া রানাবন্ধ এলাকা থেকে খ্রিস্টানপাড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় অমিত পাল নামে ওই ভিলেজ পুলিশ ওঁর হাত ধরে টানাটানি করে এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। অমিতরা সেই সময় রাস্তাতেই মদ্যপানের আসর বসিয়েছিল বলে অভিযোগ। মহিলা কোনওমতে হাত ছাড়িয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেলেও অভিযুক্ত ভিলেজ কর্মী পিছু ছাড়ে না। বাড়িতে গিয়েও হানা দেয় এবং পুলিশকে জানালে খারাপ হবে বলে হুমকি দিতে থাকে। মহিলা সঙ্গে সঙ্গে চাপড়া থানায় ফোন করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পুলিশকে দেখেই অভিযুক্ত অমিত পালিয়ে যায়। নির্যাতিতা মহিলার অভিযোগ, পরে তাঁকে বিষয়টি মিটিয়ে নিতে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই মঙ্গলবার রাতে প্রথমে ভিলেজ পুলিশ ও রাতে বাকি অভিযুক্ত ফকির মাজদি, ভজন দাস ও জয় পাল নামে আরও তিনজনকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানা। এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন, মূল অভিযুক্ত অমিত পাল-সহ আরও তিনজন গ্রেফতার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Latest article