রুপো বিনেশের প্রাপ্য : সৌরভ

বিনেশ ফোগটের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার শহরের সিটি সেন্টার টু-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ।

Must read

প্রতিবেদন : বিনেশ ফোগটের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার শহরের সিটি সেন্টার টু-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ। সেখানে ভারতীয় কুস্তিগিরকে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমি নিয়ম সঠিকভাবে জানি না। তবে বিনেশ যখন ফাইনালে উঠেছে, তখন তো সঠিকভাবেই জিতেছিল। তাহলে কেন ওকে রুপো দেওয়া হবে না?’’

আরও পড়ুন-বিনেশের রুপো আসছে, আশায় বিন্দ্রা, মহাবীর

বিনেশকে পদক দেওয়া হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে মঙ্গলবার। সৌরভের বক্তব্য, ‘‘কুস্তির নিয়ম সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। তাই ওকে সঠিকভাবে বাতিল করা হয়েছে কি না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যেহেতু ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল, তাই রুপো ওর প্রাপ্য বলেই মনে করি।’’ এর আগে বিনেশের সমর্থনে সোচ্চার হয়েছিলেন আরেক ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরও। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘শুধু শচীন কেন, সবাই একই কথা বলবে। যোগ্য হিসাবেই বিনেশের পদক পাওয়া উচিত।’’ প্রসঙ্গত, শচীন দিন দুয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘‘প্রতিটি খেলার নিজস্ব নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম খতিয়ে দেখা উচিত। বিনেশ স্বচ্ছ এবং পরিষ্কার ভাবেই ফাইনালে উঠেছিল। ফাইনালের আগে ওকে ওজন বাড়ার জন্য বাতিল করা হয়। ওর থেকে রুপোর পদক কার্যত চুরি করা হয়েছে।’’

Latest article