আমার লড়াই শেষ হয়নি, সবে শুরু হল

প্রতীকী সোনা পেয়ে বিনেশ

Must read

নয়াদিল্লি, ২৬ অগাস্ট : যেমন কথা তেমন কাজ। কুস্তিগির বিনেশ ফোগটকে (Vinesh Phogat) প্রতীকী সোনার পদক উপহার দিল হরিয়ানা খাপ পঞ্চায়েত। সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকে ১০০ কেজি ওজন বেড়ে যাওয়ার জন্য ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে পারেননি বিনেশ। তাঁকে বহিষ্কার করা হয়েছিল। ফলে পদকহীন ছিলেন তিনি।
যদিও দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তারকা কুস্তিগির। তখনই হরিয়ানার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, বিনেশকে প্রতীকী সোনার পদক উপহার দেওয়া হবে। সেই কথা অনুযায়ী, এক সংবর্ধনা অনুষ্ঠানে বিনেশের হাতে প্রতীকী সোনার পদক তুলে দেওয়া হয়। আর সেই পদক গলায় ঝুলিয়ে বিনেশের দাবি, তাঁর লড়াই শেষ হয়নি। বরং সবে শুরু হল।

আরও পড়ুন- শাহিনদের মনোবল ভেঙে দিয়েছে ভারত, দাবি রামিজ রাজার

প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন বিনেশ (Vinesh Phogat)। অলিম্পিকে স্বপ্নভঙ্গ হওয়ার পরেই অবসরে কথা ঘোষণা করেছিলেন তিনি। তখন থেকেই জোর জল্পনা, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন। বিনেশের এদিনের মন্তব্যের পর, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার চর্চা আরও জোরালো হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমার লড়াই মোটেই শেষ হয়নি। বরং সবে শুরু হল।’’

Latest article