মঙ্গলবার টোকিও যাওয়ার বিমানে উঠতেই পারলেন না ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট। ভিসা সমস্যার কারণে মঙ্গলবার বিমানে উঠতে পারলেন না তিনি। তবে জানা গিয়েছে বুধবার টোকিও যাওয়ার বিমান ধরবেন ফোগাট। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে রয়েছেন তিনি। টোকিও অলিম্পিক্সে কুস্তির ৫৩ কেজি বিভাগে রয়েছেন ফোগাট।
আরও পড়ুন-ত্রিপুরায় আইপ্যাকের টিমের বিরুদ্ধে এবার বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু পুলিশের
জানা গিয়েছে, ভুলবশত ইউরোপে একদিন বেশি থেকে গিয়েছেন ফোগাট। সেই কারণেই বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। ৯০ দিনের ভিসা থাকলেও, তিনি ৯১ দিন থেকে ফেলেছেন ইউরোপে। টোকিও বিমান ধরতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন ফোগাট। সেখানে তাঁকে আটকে দেওয়া হয়।
আরও পড়ুন-তিন দিন বাকি অবসরের, দিল্লির পুলিশ কমিশনার হলেন সেই রাকেশ আস্থানা
এই গোটা বিষয়টি দেখেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। জানা গিয়েছে, বুধবার টোকিও-র উদ্দেশে রওনা দেবেন ফোগাট।