মোদির মুখের উপর জবাব দিলেন বিনেশ

গণনা শুরু হওয়ার প্রথমদিকে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসলেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন কুস্তিগির।

Must read

প্রতিবেদন: একেই বলে মুখের উপর জবাব। হ্যাঁ, একেবারে ধরাশায়ী করে দিলেন বিজেপিকে। কুস্তির আখড়া ছেড়ে ভোটের ময়দানে নেমেও বিনেশ ফোগত বুঝিয়ে দিলেন তিনি আদতে একজন চ্যাম্পিয়ন। কংগ্রেসের টিকিটে জুলানা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী বিনেশ। গণনা শুরু হওয়ার প্রথমদিকে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসলেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন কুস্তিগির। সেই সঙ্গে তিনি কড়া জবাব দিলেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।

আরও পড়ুন-ময়নাতদন্ত ও সুরতহাল হয়েছে নিয়ম মেনে, সিবিআইকে জানিয়েছে দিল্লি এইমসের টিম

অলিম্পিকে টেকনিক্যাল পরাজয়ের পরে যেভাবে বিরোধীদের পক্ষ থেকে তাঁর মনোবল বাড়ানোর চেষ্টা করা হয়েছে তার প্রতিদানে কংগ্রেসের টিকিটেই নির্বাচনে লড়াই করেন বিনেশ। জুলানা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে ৬,০১৫ ভোটে পরাজিত করেন তিনি। বুথ ফেরত সমীক্ষার ফলাফল হরিয়ানার ক্ষেত্রে না মিললেও বিনেশের ফলাফলে নিশ্চিন্ত হাত শিবির। জুনালা কেন্দ্র ছিল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট। হরিয়ানা বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন কংগ্রেসের পূর্ণ না হলেও তাতে অনেকটাই সান্ত্বনা বিনেশের জয়।
মঙ্গলবার ভোট গণনার প্রথমদিকে পিছিয়ে পড়েন বিনেশ। প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। সেখান থেকে শেষ দু’ঘণ্টার গণনায় একেবারে বিপক্ষকে কুপোকাত করে জয়ী বিনেশ।

Latest article