নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : প্যারিস অলিম্পিকের দুঃস্বপ্ন ভুলে অধরা মাধুরীর লক্ষ্যে কুস্তির ম্যাটে ফিরছেন বিনেশ ফোগট। গত বছর অলিম্পিক ফাইনালে উঠেও ওজন বিতর্কে পদক হাতছাড়া হয়েছিল ভারতের তারকা কুস্তিগিরের। হতাশা, যন্ত্রণায় অবসরই নিয়ে ফেলেন বিনেশ। গত জুলাইয়ে তাঁর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। মা হওয়ার পাঁচ মাসের মধ্যে অবসর ভেঙে কুস্তির ম্যাটে ফেরার সিদ্ধান্ত নিলেন বিনেশ।
শুক্রবার সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্টে বিনেশ লিখেছেন, কুস্তির প্রতি ভালবাসা আমার অটুট রয়েছে। আবারও ম্যাটে নেমে লড়াই করতে চাই। তাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেব। এবার আমি আর একা নেই। আমার টিমে রয়েছে ছোট্ট ছেলেও।
আরও পড়ুন-সোনালির মতো বাকিদেরও ফেরান, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ‘বাতিল’ করা হয়। কড়া নজরদারিতে থেকেও কীভাবে ওজন বাড়ল, বিনেশের সঙ্গে অন্তর্ঘাত হয়েছে কি না, নানা প্রশ্ন ওঠে। ফাইনালে ওঠার জন্য অন্তত রুপোর পদক দেওয়া হোক, এই মর্মে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (ক্যাস) আবেদনও করেন বিনেশ। কিন্তু তাতে কাজ হয়নি। খালি হাতেই ফিরতে হয় তাঁকে। এরপরই অবসর নেন বিনেশ। কিন্তু ফেরার লড়াইয়ের শক্তি খুঁজে পেয়েই কুস্তিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন-অভিষেকের প্রশ্নের সদুত্তর নেই কেন্দ্রের
ইনস্টাগ্রামে বিনেশ লিখেছেন, মানুষ বারবার জানতে চাইছিল, প্যারিসই কি শেষ? আমার কাছে এর উত্তর ছিল না। ম্যাট থেকে, প্রত্যাশা থেকে, এমনকি নিজের উচ্চাকাঙ্ক্ষা থেকেও দূরে সরে যেতে হয়েছিল। আমার কেরিয়ারের ওজন বুঝতে সময় নিয়েছি। নিজের উচ্চতা, হৃদয় ভেঙে যাওয়া, ত্যাগ, আমার কিছু রূপ, যা বাকি বিশ্বের কেউ কখনও দেখেনি সেই প্রতিফলনের কোথাও আমি সত্যটাকে খুঁজে পেয়েছি। আমি কুস্তি খেলাটি ভালবাসি। আমি এখনও প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

