প্রতিবেদন : টিভি সাংবাদিকতার জগতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন দেশের প্রখ্যাত সাংবাদিক বিনোদ দুয়া (Vinod Dua)। শনিবার দুপুরে দিল্লির এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ এক বছরের লড়াইয়ের অবসান হল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭। চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ সাংবাদিক (Vinod Dua)। শুক্রবারই বিনোদ দুয়ার কন্যা মল্লিকা সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার সঙ্কটজনক শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত লড়াই হার মানল৷ শনিবার দুপুরে প্রয়াত হলেন সাংবাদিকতার জগতের এই উজ্জ্বল নক্ষত্র।
আরও পড়ুন-
দিল্লির উদ্বাস্তু কলোনিতে বড় হয়েছিলেন বিনোদ। মাত্র ২৫ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন দূরদর্শনে। হিন্দি টিভি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ছিলেন। দীর্ঘ ৪২ বছরের সাংবাদিকতার উজ্জ্বল জীবন৷ দূরদর্শনের পর তিনি দীর্ঘদিন এনডিটিভির সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন ‘দ্য ওয়্যার’–এ। রবিবার প্রয়াত সাংবাদিক বিনোদ দুয়ার শেষকৃত্য সম্পন্ন হবে।