পর্ষদের নিয়ম লঙ্ঘন, কড়া বিজ্ঞপ্তি প্রধান শিক্ষকদের

Must read

প্রতিবেদন: এসআইআরের কাজের জন্য পাঠানো হচ্ছে স্কুলের শিক্ষকদের। এর ফলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। সময় মত শেষ করা যাচ্ছে না সিলেবাস। সে কারণে এবার প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। তৃতীয় সেমিস্টার কবে হবে সেই সূচি পর্ষদ আগেই প্রকাশ করে দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়ম না মেনে স্কুলগুলো নিজেদের মতো করে পরীক্ষা নিচ্ছে এরপরেই পর্ষদ নির্দেশ দিয়ে জানিয়েছে, পর্ষদের নিয়ম না মেনে পরীক্ষা নেওয়া মানে পর্ষদের আইন অমান্য করা। আর এই আইন অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ। প্রধানশিক্ষকদের উচিত নিজে সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে কাজ করা।

আরও পড়ুন-ধরে নিন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কোনও শৈথিল্য নয় : অভিষেক

পর্ষদের (West Bengal Board Of Secondary Education) পর্যবেক্ষণ, পয়লা ডিসেম্বর থেকে যে পরীক্ষা নেওয়ার কথা তা যদি এগিয়ে আসে তাহলে সিলেবাস শেষ করা সম্ভব হবে না। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত তেমন কোন ছুটি থাকে না তাই সেই সময় সিলেবাস দ্রুত শেষ করা সম্ভব হয়। কিন্তু যদি ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেওয়া হয়। তাহলে সিলেবাস শেষ করা কখনোই সম্ভব হবে না।

যে সমস্ত স্কুলগুলি নিয়ম মানবে না সেই স্কুলের প্রধান শিক্ষকদের শো কজ নোটিশ দেওয়া হতে পারে। শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করে প্রধানশিক্ষকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সর্বোপরি সাসপেন্ড করা হতে পারে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক কে।

Latest article