দৃষ্টিকটূ নজরদারিতে লঙ্ঘন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে দ্বিতীয় সিলেক্ট কমিটির বৈঠক৷

Must read

প্রতিবেদন: আমজনতার ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তায় নির্লজ্জ হস্তক্ষেপ বিজেপির। নতুন আয়কর বিলের মাধ্যমে ফের আমজনতার উপরে নজরদারির পরিকল্পনা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকারের নতুন আয়কর বিলে বিভাগীয় আধিকারিকদের অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে কোনও একজন ব্যক্তির ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার একাউন্ট, ডি ম্যাট একাউন্ট, এমনকি ইমেলেও নজরদারি চালাতে পারবেন তাঁরা৷ আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তার তদন্ত করার নামে এই অধিকার পাবেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, বলা হয়েছে নতুন আয়কর বিলে৷
উল্লেখ্য, আয়কর ফাঁকির তল্লাশির নামে মোদি সরকারের ঘৃণ্য অভিপ্রায় সামনে আসার পরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিরোধী শিবির৷ নতুন আয়কর বিলের নামে দেশের আমজনতার ব্যাক্তিস্বাধীনতার উপরে নজরদারির এই উদ্যোগকে কোনওভাবেই সমর্থন জানানো হবে না, সাফ জাননো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

আরও পড়ুন-নয়া প্রজাতির শিরাকল মিউটেন্ট গাঁদা ফলাচ্ছেন বিজ্ঞানীরা

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে দ্বিতীয় সিলেক্ট কমিটির বৈঠক৷ এই বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা নতুন আয়কর বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেন৷ দেশের শীর্ষ আদালত যখন গোপনীয়তার অধিকারকে মৌলিক সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে, তখন কীভাবে মোদি সরকার আয়কর ফাঁকির তল্লাশির নামে আমজনতার ব্যক্তিগত জীবনে হানা দিতে পারে, প্রশ্ন তুলছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই সিলেক্ট কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ সূত্রের দাবি, বৃহস্পতিবারের সিলেক্ট কমিটির বৈঠকে প্রথমে নতুন আয়কর বিল নিয়ে প্রেজেন্টেশন দিতে পারে বণিকসভা ফিকি এবং সিআইআই৷ এই আয়কর বিলের পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত সিলেক্ট কমিটি কী পদক্ষেপ করে, সেদিকেই লক্ষ রাখছেন তাঁরা, বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

Latest article