কর্নাটকের (Karnataka) হিজাব বিতর্কের আঁচ পৌঁছল আগ্রার তাজমহল চত্বরে। স্কুল কলেজে হিজাব বা অন্য ধর্মীয় পোশাক পরার বিরুদ্ধে তাজমহলের সামনে বিক্ষোভ দেখাল বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। শুধু বিক্ষোভ দেখানোই নয়, বিক্ষোভকারীরা পুলিশি বাধা টপকে তাজমহলের ভিতরে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, তাজমহলের ভিতরে তারা হনুমান চালিশা পাঠ করবে। যদিও কড়া পুলিশি প্রহরায় কারণে শেষ পর্যন্ত হিন্দুত্ববাদীদের সেই ইচ্ছা পূরণ হয়নি। বুধবার সকালে বিশ্ব হিন্দু পরিষদ-সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা স্কুল-কলেজে ধর্মীয় পোশাকের বিরুদ্ধে তাজমহলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, স্কুল-কলেজে ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করতে হবে। যারা হিজাব পরা নিয়ে অযথা অশান্তি পাকাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পুলিশ বিক্ষোভকারীদের তাজমহলের ভিতরে প্রবেশ করতে না দিলে তারা পুলিশের হাতে স্মারকলিপি জমা দেয়।