মুম্বই, ১৮ জানুয়ারি : চোটের কারণে নিজের নিজের রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারবেন না। বিসিসিআইকে জানালেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। ঘাড়ে চোট রয়েছে বিরাটের। তাঁকে এর জন্য ইঞ্জেকশন নিতে হচ্ছে। অন্যদিকে, রাহুলের কনুইয়ে চোট রয়েছে।
২৩ জানুরারি থেকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ। বিরাটের চোট খবর থাকলেও, তাঁকে ২২ জনের দলে রাখা হয়েছিল। দিল্লি ক্রিকেট সংস্থা আশায় ছিল, বিরাট শেষ পর্যন্ত ম্যাচটা খেলতে পারেননি। কিন্তু বিরাট বোর্ডকে জানিয়েছেন, তাঁর পক্ষে সৌরাষ্ট্র ম্যাচ খেলা সম্ভব নয়। কারণ তাঁর ঘাড়ে এখনও ব্যথা রয়েছে। কিন্তু কবে এই চোট বিরাট পেয়েছিলেন, তা নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই! রাহুলের চোট আবার কনুইয়ে। কর্নাটকের হয়ে বেঙ্গালুরুতে পাঞ্জাবের বিরুদ্ধ রঞ্জি ম্যাচ তাঁর পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন-অগ্নিদগ্ধ কাজী নজরুল ইসলামের নাতি, অবস্থা আশঙ্কাজনক
পরের রঞ্জি ম্যাচ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। শেষ হবে ২ ফেব্রুয়ারি। সেখানে বিরাট, রাহুল বা জাতীয় দলের অন্যান্য তারকা খেলবেন কিনা, সেটা এখনই বলা সম্ভব নয়। কারণ ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে। এদিকে, বিরাট-রাহুল না খেললেও, মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলবেন রোহিত শর্মা। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর, সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন রোহিত নিজেই। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তার পরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে লাল বলে খেললে কোনও সমস্যা হবে না তো? রোহিত যদিও এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ‘‘আমরা যারা তিন ধরনের ফরম্যাটে খেলে অভ্যস্ত, তাঁদের কাছে এটা কোনও সমস্যা নয়। টেস্টের পর অনেক সময়ই টি-২০ খেলতে হয়েছে। লাল বল হোক বা সাদা, আমাদের দ্রুত মানিয়ে নিতে হয়। তাছাড়া অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। এভাবে খেলাটা অভ্যাস হয়ে গিয়েছে।’’