মুম্বই, ১৬ মে : ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু আইপিএলে কেউ রান পাননি। বিরাটের ১৩ ম্যাচে ২৩৬ রান। রোহিতের ১২ ম্যাচে ২১৮ রান। আইপিএলে এই দু’জন বরাবর এর অনেক বেশি রান করেছেন। কিন্তু এবার ব্যাটে রানের খরা চলছে।
আর ছ’মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। বিরাট ও রোহিতের উপর ভারতের সাফল্যের অনেক কিছু নির্ভর করছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি দুই তারকার অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন।
আরও পড়ুন-শিশুর পুষ্টি নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা মায়েদের কাউন্সেলিং
তাঁর কথায়, ‘‘আমি রোহিত বা বিরাটকে নিয়ে একেবারেই ভাবছি না। ওরা সত্যিকারের বড় প্লেয়ার। বিশ্বকাপের এখনও দেরি আছে। আমার বিশ্বাস, ওরা তার অনেক আগেই ফর্মে ফিরবে।”
এর আগে আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন বলেছিলেন ‘‘আমরা সবসময় প্লেয়ারদের সঙ্গে কথা বলছি। বিরাটকে দেখে মনে হয়েছে ভাল টাচে আছে। যথেষ্ট আগ্রাসী দেখাচ্ছে ওকে। মাঠে নেমে যা করতে হয়, সেটাই করছে।” আগের ম্যাচে হেসন ভেবেছিলেন বিরাট রান করবেন। কিন্তু কপাল ভাল যাচ্ছে না। হেসনের আরও বক্তব্য, অনেকের মতো বিরাটও হতাশ রান না পেয়ে।