খেলা

বিরাট টেস্ট নেতৃত্বও ছাড়তে পারে

মনোজ তিওয়ারি: বিরাট কোহলির ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া নিয়ে দেখছি অনেক কথা হচ্ছে, আমি বলব ওয়ান ডে’র অধিনায়ক বদলের মধ্যে কোনও ভুল নেই। তবে যেভাবে ব্যাপারটা ঘটেছে, সেটা নিয়েই অনেকের প্রশ্ন। আসলে বাইরে থেকে অনেকে বলতে চাইছেন, এর মধ্যে কোনও বিতর্ক নেই। কিন্তু যেভাবে বিরাটকে সরিয়ে ওয়ান ডে’তে রোহিত শর্মাকে অধিনায়ক করা হল তাতে একটা জিনিস প্রমাণিত হল, ভিতরে সব কিছু ঠিক ছিল না।

আরও পড়ুন-পুরভোট গণনা হবে বরোভিত্তিক

রোহিত, বিরাট, সুরেশ রায়নার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। রোহিত আমার থেকে কিছুটা জুনিয়র। আমি দেখেছি, রোহিতের সঙ্গে বিরাটের কখনও বন্ধুত্ব হয়নি। বিরাট শুরুর দিকে অনেক রান করে এগিয়ে যায়। দেশের নেতৃত্ব পেয়ে গেল। কিন্তু রোহিত যখন ওয়ান ডে, টি ২০-তে ধারাবাহিকভাবে রান করছে, তখনও ওকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়নি। এই সব ঘটনা দু’জনের সম্পর্ককে কখনও স্বাভাবিক করেছে বলে আমার মনে হয়নি। বিরাটের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সঙ্গে দু’জনের সম্পর্কের রসায়নের যোগ আছে বলেই আমি মনে করি। তার উপর শুনছি, বিরাটকে টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়তে বারণ করেছিল দাদা। বিসিসিআই প্রেসিডেন্ট পদে যে বসে আছে, তাঁর নির্দেশ না মানাটাও বিরাটের বিরুদ্ধে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুন-শিলিগুড়িতে ইভটিজার রুখবে বাঘিনি

তাছাড়া সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে যতই বিরাটের রেকর্ড ভাল হোক, বিশ্বকাপ বা আইসিসি ট্রফি জিততে না পারাটা তো নম্বর কমাবেই। এর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে দল নির্বাচন, বোলিং পরিবর্তন, নেতৃত্বে ভুলভ্রান্তি নজর এড়ায়নি এমন দু-একজনের, যারা অতীতে ভারতকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এর পর আমার তো মনে হয়, খুব তাড়াতাড়ি টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেবে বিরাট। সামনের দক্ষিণ আফ্রিকা সফরের পরেই সিদ্ধান্ত জানালে আমি অন্তত অবাক হব না। তার আগে তিন ফরম্যাট মিলিয়ে দুই অধিনায়ক ফর্মুলা দলে কোনও প্রভাব ফেলবে না। কারণ, সবাই পেশাদার। দেশের জন্য সবাই নিজেদের উজাড় করে দেবে।

আরও পড়ুন-ভােট হবে শান্তিতে বললেন নগরপাল

সব শেষে আমি একটা কথা বলব, এটা আমি আগেও অনেকবার বলেছি যে, দল নির্বাচনী বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা উচিত। তাতে কোনও বিতর্কের অবকাশ থাকে না। কোনও ক্রিকেটার ঠিক কী কারণে দল থেকে বাদ পড়ছে, কেন অধিনায়ক বদল হচ্ছে, এই প্রসঙ্গে অধিনায়ক ও নির্বাচকদের যুক্তি, মতামত সবার জানার অধিকার আছে। তাই আমার মনে হয়, দল নির্বাচনী বৈঠক সরাসরি সম্প্রচার হলে এই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

7 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

8 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

8 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

8 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

8 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

8 hours ago