বিরাট ফিরে এসো, বার্তা মদন লালের

মদন লাল বলছেন, ভারতীয় ক্রিকেটের প্রতি বিরাট কোহলির আবেগ অতুলনীয়। আমার ইচ্ছা, অবসরের সিদ্ধান্ত বদলে টেস্ট ক্রিকেটে ফিরে আসুক বিরাট

Must read

প্রতিবেদন : লর্ডস টেস্টে জয়ের জন্য ১৯৩ রান তুলতে না পেরে সিরিজে পিছিয়ে পড়তে হয়েছে ভারতকে। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অলরাউন্ডার মদন লাল আবেগঘন আবেদন রেখেছেন বিরাট কোহলির উদ্দেশে। কিং কোহলিকে অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ করেছেন মদন লাল।
গত মে মাসে মাত্র সাতদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট। বিশেষ করে সুপার ফিট বিরাটের লাল বলের ক্রিকেট থেকে অবসর মেনে নিতে পারেননি অনেকেই। মদন লাল বলছেন, ভারতীয় ক্রিকেটের প্রতি বিরাট কোহলির আবেগ অতুলনীয়। আমার ইচ্ছা, অবসরের সিদ্ধান্ত বদলে টেস্ট ক্রিকেটে ফিরে আসুক বিরাট। অবসর ভেঙে ফেরার মধ্যে কোনও দোষ নেই। যদি এই সিরিজে না হয়, পরের সিরিজে ওর ফিরে আসা উচিত।

আরও পড়ুন-প্রয়াত নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার ও সাংবাদিক ইলা শর্মা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

’৮৩-র বিশ্বজয়ী দলের তারকার আবেগঘন বার্তা, বিরাটের অবশ্যই অবসর ভেঙে ফেরার সময়। সহজেই আরও ১-২ বছর খেলতে পারে। তরুণদের সঙ্গে তোমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময়। তুমি এই সময়টায় দল ছেড়ে গিয়েছ। এখনও খুব বেশি দেরি হয়নি। দয়া করে ফিরে এসো।
ভক্তদের মধ্যেও বিরাটকে ফেরানোর দাবি জোরালো হয়েছে। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, আমি একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই যে, বিরাট এবং রোহিতের মতো দুই সিনিয়রের অভাব আমরা সবাই অনুভব করছি। কিন্তু অবসরের সিদ্ধান্ত ছিল দু’জনের একান্তই ব্যক্তিগত। বোর্ডের এটা নীতি নয় যে, খেলোয়াড়দের তারা বলবে কোন ফরম্যাট থেকে কখন অবসর নিতে হবে।

Latest article