দেশে বিরাট, আজ অস্ট্রেলিয়া-যাত্রা

একদিনের সিরিজ খেলতে বুধবার দিল্লি থেকেই সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়া রওনা হবেন বিরাট। মঙ্গলবার রোহিত শর্মাও মুম্বই থেকে দিল্লি আসেন।

Must read

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য চারমাস পর দেশে ফিরলেন বিরাট কোহলি। মঙ্গলবার সকালে তিনি দিল্লি পৌঁছন। কিং কোহলির পরনে ছিল কালো জামা ও সাদা ট্রাউজার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে দেখার জন্য দিল্লি বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকাকে দেখে তাঁর নামে জয়ধ্বনি দেন অনুরাগীরা। কিন্তু কারও সেলফির আবদার রাখেননি বিরাট। সকলকে এড়িয়েই গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা হন তারকা ব্যাটার।

আরও পড়ুন-৭ উইকেটে টেস্ট জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ, গিলের চোখ এবার সাদা বলে

একদিনের সিরিজ খেলতে বুধবার দিল্লি থেকেই সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়া রওনা হবেন বিরাট। মঙ্গলবার রোহিত শর্মাও মুম্বই থেকে দিল্লি আসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়া সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট ও রোহিতের। দু’ভাগে ভারতীয় ক্রিকেটাররা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বিরাট, রোহিতরা সকালের বিমানে পারথ উড়ে যাবেন। টেস্ট দলের সদস্যরা বিকেলের বিমানে রওনা হবেন। সবার টিকিট একসঙ্গে পাওয়া যায়নি বলেই দু’ভাগে অস্ট্রেলিয়া যাচ্ছেন ক্রিকেটাররা।
মোট তিনটি ওয়ান ডে রয়েছে অস্ট্রেলিয়ায়। পারথে প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেডে। তৃতীয় ম্যাচ সিডনিতে ২৪ অক্টোবর। ২৯ অক্টোবর শুরু টি-২০ সিরিজ। সূর্যকুমার যাদবরা কয়েকদিন পর রওনা হবেন।

Latest article