টেস্টকে বিদায় জানিয়েই সস্ত্রীক বৃন্দাবনে বিরাট

সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন। মঙ্গলবার বিরাট কোহলিকে দেখা গেল বৃন্দাবনে!

Must read

নয়াদিল্লি, ১৩ মে : সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন। মঙ্গলবার বিরাট কোহলিকে দেখা গেল বৃন্দাবনে! স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট। এদিন সকালে একটি সাদা গাড়িতে চেপে সপরিবারে আশ্রমে পা রাখেন বিরাট। তাঁর গায়ে ছিল সাদা রঙের শার্ট। অন্যদিকে অনুষ্কার পরনে ছিল ঘিয়ে রঙের প্রিন্টেড সালোয়ার কামিজ। আশ্রমে পৌঁছে দু’জনে প্রেমানন্দ মহারাজের উপদেশ শোনেন। সেই সময় দৃশ্যতই আবেগে ভেসে গিয়েছেন বিরাট ও অনুষ্কা। দু’জনেরই চোখে জল দেখা গিয়েছে।

আরও পড়ুন-৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগেই চালুর নির্দেশ, আরও ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র রাজ্যে

এর আগেও এই আশ্রমে একাধিকবার এসেছেন বিরাট ও অনুষ্কা। গত জানুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষবার বৃন্দাবনের এই আশ্রমে এসেছিলেন তাঁরা। বিরাটের পরিবার সূত্রের খবর, অবসরের পর প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে এসেছিলেন টেস্টে সদ্যপ্রাক্তন ক্রিকেট তারকা। প্রেমানন্দ মহারাজ আশীর্বাদস্বরূপ হলুদ রঙের একটি উত্তরীয় দেন অনুষ্কাকে। শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। আর সেদিনই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে টেস্ট অবসরের কথা ঘোষণার পর সেদিনই প্রথমবার ২২ গজে দেখা যাবে কিং কোহলিকে।

Latest article