নয়াদিল্লি, ১৫ অগাস্ট : খবর ছিল জাতীয় দলের বাকি ক্রিকেটারদের পাশাপাশি দলীপ ট্রফিতে খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দল ঘোষণার পর দেখা যায় বিরাট ও রোহিতের নাম নেই। কেন দুই তারকা ক্রিকেটার খেলছেন না, তার কারণ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানালেন বোর্ড সচিব জয় শাহ।
তিনি বলেন, ‘বিরাট ও রোহিত ছাড়া জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই দলীপে খেলছে। বোর্ডের এই পদক্ষেপের প্রশংসা করা উচিত। এমনকী শ্রেয়স আইয়ার, ঈশান কিশান বুচিবাবু টুর্নামেন্টে খেলছে। বিরাট ও রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারকে বিসিসিআই ঘরোয়া ক্রিকেট খেলার জন্য জোর করতে পারে না। কারণ ওদের চোট লেগে যেতে পারে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় দলের সব ক্রিকেটার কিন্তু ওই দেশের ঘরোয়া ক্রিকেট খেলে না।’
আরও পড়ুন-১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা
এই সাক্ষাৎকারে বোর্ড সচিব স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার কোনও সম্ভবনা নেই। তিনি বলেন, ‘ভারতে দিন-রাতের টেস্ট ম্যাচ মাত্র দুদিনেই শেষ হয়ে যায় ফলে দর্শক এবং সম্প্রচারকারী সংস্থার প্রচুর আর্থিক ক্ষতি হয়। আপনি যদি পাঁচ দিনের টিকিট কেটে দু-তিন খেলা দেখার সুযোগ পান, তাহলে সেটা ঠিক নয়। অর্থও ফেরত পাওয়া যায় না। তাই বোর্ড আর দেশের মাটিতে গোলাপি বলের টেস্টের আয়োজন করতে ইচ্ছুক নয়।’
এদিকে, বাংলাদেশে অশান্তির কারণে অনিশ্চয়তার মুখে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। বিসিসিআই সচিবের দাবি, আইসিসি ভারতীয় বোর্ডকে প্রস্তাব দিয়েছিল এই টুর্নামেন্ট আয়োজন করার। যা বিসিসিআই প্রত্যাখ্যান করেছে। তিনি জানিয়েছেন, ওই সময় ভারতে বর্ষাকাল চলবে। তাছাড়া পরের বছর ভারতের মাটিতেই মেয়েদের বিশ্বকাপ রয়েছে। তাই এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।