নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : শুভমন গিলে মজেছেন বিরাট কোহলি। আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শুভমন। যা টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই রেকর্ড আগে ছিল বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রান করেছিলেন তিনি। তবে আমেদাবাদে সেই নজির টপকে গিয়েছেন শুভমন।
আরও পড়ুন-গোদাবালির মাঠে লাখো কণ্ঠে জয়বাংলা স্লোগান
উচ্ছ্বসিত বিরাট সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তরুণ সতীর্থকে। কিং কোহলি লিখেছেন, ‘‘তারকা। ও-ই ভবিষ্যৎ।’’ প্রসঙ্গত, এই মুহূর্তে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছে শুভমন। তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা হয়ে গিয়েছে তাঁর। বুধবার মোতেরায় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন।
শুভমনের প্রশংসা করেছেন হার্দিক পান্ডিয়াও। তিনি বলেছেন, ‘‘শুভমনের টেকনিক নিখুঁত। তাই যে ফরম্যাটেই খেলে, চট করে মানিয়ে নেয়। হাতে সব ধরনের শট রয়েছে। উইকেটের চারপাশে খেলতে পারে। সত্যি কথা বলতে কী, সূর্যকুমারের মতো শুভমনও ভাল বলকে খারাপ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’’ যাঁকে নিয়ে এত প্রশংসা, সেই শুভমন বলছেন, ‘‘নেটে যেমন ব্যাট করি, তেমনটা ম্যাচেও করতে পারলে ভাল লাগে। হার্দিক ভাই আমাকে নিজের মতো ব্যাট করার স্বাধীনতা দিয়েছিল। তাই খোলা মনে ব্যাট করেছি।’’
আরও পড়ুন-বাজার মন্দা, তাই নতুন শেয়ার বিক্রি স্থগিত রাখল আদানি গোষ্ঠী
এই মুহূর্তে তিন ফরম্যাটেই তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য। টানা খেলে চলেছেন। এবার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। শুভমন অবশ্য বলছেন, ‘‘দেশের হয়ে খেলতে আমি ক্লান্ত হই না। আমার কোনও বিশ্রামের প্রয়োজন নেই। অনয়াসে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যেতে পারব।’’