নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : সদ্য ওয়ান ডে নেতৃত্ব হারালেও ভারতীয় দলে বিরাট কোহলির (Virat Kohli) গুরুত্ব কমছে না। সাফ জানালেন টিম ইন্ডিয়ার সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রোহিতের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘বিরাট এখনও এই দলের নেতা। দলে ওর গুরুত্ব এতটুকুও কমছে না। ’’
এই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে রোহিত আরও বলেন, ‘‘বিরাটের (Virat Kohli) মানের ব্যাটসম্যানকে দলে সব সময়ই প্রয়োজন। টি-২০ ফরম্যাটে ওর ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। যা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। ওর যা অভিজ্ঞতা, ভারতকে বহুবার কঠিন পরিস্থিতি থেকে একার হাতে বের করে এনেছে।’’ রোহিত এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘বিরাট দলের সম্পদ। যদি সবক’টা বিষয় যোগ করেন, তাহলে ওর মতো ব্যাটসম্যানকে আপনি কখনও এড়িয়ে যেতে চাইবেন না। ওর উপস্থিতি দলের কাছে সব সময়ই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যা আমাদের দলকে আরও শক্তিশালী করে তোলে।’’
আরও পড়ুন-পরের ম্যাচে অরিন্দম, চেন্নাই চ্যালেঞ্জ কৃষ্ণদের
একই সঙ্গে নেতৃত্ব নিয়ে নিজের দর্শনও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রোহিত (Rohit Sharma)। তিনি বলেন, ‘‘আমার মতে, একজন অধিনায়ককে পিছন থেকে সবকিছুর দিকে লক্ষ রাখতে হয়। পারফরম্যান্সের নিরিখে সবার আগে থাকতে হলেও, দলের বাকিরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, সেদিকে পিছন থেকে নজর রাখতে হয়।’’
এদিকে, সীমিত ওভারের ফরম্যাটে রোহিতের ডেপুটি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল। তাঁর সঙ্গে লড়াই ঋষভ পন্থের। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে খুব একটা খারাপ করেননি পন্থ। বরং নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা যে তাঁর আছে, তা প্রমাণ করেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। নির্বাচকদের একাংশ পন্থের পাশে থাকলেও, এই মুহূর্তে পাল্লা ভারী রাহুলেরই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…