বেঙ্গালুরু, ২৭ এপ্রিল : টানা দুটো ম্যাচ জেতার পর হার। মেনে নিতে পারছেন না বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে হারের জন্য সতীর্থদের একহাত নিয়েছেন আরসিবির ভারপ্রাপ্ত অধিনায়ক। কোনও রাখঢাক না করেই বিরাটের বক্তব্য, ‘‘সত্যি কথাটা হল, আমরা ম্যাচটা বিপক্ষকে উপহার দিয়েছি। মাঠে নেমে পেশাদারিত্ব দেখাতে ব্যর্থ হয়েছি। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই হার আমাদের প্রাপ্য ছিল। এমনভাবে খেলে আমি অন্তত অভ্যস্ত নই।’’
আরও পড়ুন-ধোনির পরামর্শে ফিরলেন রাহানে, ফোনে ফর্মের খোঁজ নেন দ্রাবিড়
বিরক্ত বিরাট আরও যোগ করেছেন, ‘‘আমাদের বোলাররা ভাল বোলিং করেছে। কিন্তু ফিল্ডিং জঘন্য হয়েছে। একটা সময় ৪-৫ ওভারের মধ্যে আমরা গোটা তিনেক ক্যাচ ফেলেছি। এতে বিপক্ষ বাড়তি সুবিধে পেয়েছে।’’ দুশোর বেশি রান তাড়া করতে নেমে একটা বড় পার্টনারশিপ জরুরি ছিল বলে মনে করছেন বিরাট। কিন্তু সেটাই হয়নি। তিনি বলেন, ‘‘ব্যাটিংয়ের সময় একটা বড় পার্টনারশিপ গড়া জরুরি ছিল। একটা সময় আমরা ভাল জায়গায় ছিলাম। কিন্তু তারপর বিপক্ষকে সহজেই তিন-চারটে উইকেট উপহার দিলাম। ওই বলগুলো উইকেট পাওয়ার মতো ছিল না।’’
সোমবার ফের মাঠে নামছে আরসিবি। প্রতিপক্ষ লখনউ সুপারজায়ান্টস। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা। সতীর্থদের সতর্ক করে কিং কোহলি বলছেন, ‘‘পরের ম্যাচে এই ভুল করলে চলবে না। নিজেদের ভুল-ত্রুটি দ্রুত শুধরে নিতে হবে।’’