শেষ টি-২০ ম্যাচ খেলে ফেললাম, বার্তা বিরাটের

অধিনায়কের আস্থার মান রাখলেন বিরাট। আর দলকে বিশ্বকাপ জিতিয়েই জানিয়ে দিলেন, দেশের জার্সিতে টি-২০ ফরম্যাটে শেষ ম্যাচ খেলে ফেললেন।

Must read

বার্বাডোজ, ২৯ জুন : নিজের সেরাটা চূড়ান্ত লড়াইয়ের জন্য বাঁচিয়ে রেখেছিলেন! টুর্নামেন্টের আগের ম্যাচগুলোয় রান পাননি। তাই নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি বিরাট কোহলিকে। তবে ফাইনালের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে রোহিত শর্মা রীতিমতো জোর দিয়ে জানিয়েছিলেন, ‘‘বিরাট ফাইনালের জন্য রান বাঁচিয়ে রাখছে।’’
অধিনায়কের আস্থার মান রাখলেন বিরাট। আর দলকে বিশ্বকাপ জিতিয়েই জানিয়ে দিলেন, দেশের জার্সিতে টি-২০ ফরম্যাটে শেষ ম্যাচ খেলে ফেললেন।

আরও পড়ুন-অপেক্ষার অবসান মুঠোয় কাপ

ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বিরাট বলে দিলেন, ‘‘এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ। তাই লক্ষ্যপূরণের জন্য মরিয়া ছিলাম। ক্রিকেটে মাঝে মাঝে এমনটা হয়, আপনি হয়তো কয়েকটা ম্যাচে রান পেলেন না। এবার তার পরেই একটা বড় রান করে ফেললেন। তবে আমার কাছে ব্যাপারটা ছিল অন্যরকম, হয় এখন, না হলে কখনও নয়। ঈশ্বরকে ধন্যবাদ, টিমের স্বার্থে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পেরেছি।’’

আরও পড়ুন-দিনের কবিতা

বিরাট আরও বলেন, ‘‘দেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলে ফেললাম। সরে যাওয়ার আগে এই কাপটা একবার মুঠোয় নেওয়ার স্বপ্ন দেখেছিলাম। বিশ্বজয়ীরা যে সম্মান পান, সেটা অর্জন করতে চেয়েছিলাম। কবে সরব, সেই প্রশ্ন অন্যরা তোলার আগেই সম্মানের সঙ্গে সরে যেতে চেয়েছিলাম। এবার সময় হয়েছে, নতুন প্রজন্মের এগিয়ে আসার। বেশ কিছু প্রতিভাবান তরুণ উঠে এসেছে, যারা ভারতীয় ক্রিকেটের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।’’

Latest article