দুবাই, ১৯ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের বাইশ গজে নামার আগে বুধবার শেষ প্রস্তুতি ম্যাচ বিরাট কোহলিদের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে বুধবারের ম্যাচে নিজেদের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-বন্ডের ব্যঙ্গ চিত্রে মোদিকে কটাক্ষ ডেরেকের
প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের ব্যাটিং গভীরতার পরিচয়। ম্যাচের আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের শুরুতে ওপেন করবেন রোহিত শর্মা ও কেএল রাহুল। তিনি নামবেন তিন নম্বরে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করে ৪৬ বলে অপরাজিত ৭০ রান করা সত্ত্বেও, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সম্ভবত ডাগআউটেই বসতে হচ্ছে ঈশান কিষাণকে। অন্যদিকে, রোহিতকে ইংল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বুধবার হিটম্যানই ওপেন করবেন রাহুলের সঙ্গে।
টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান নিয়ে কোনও সংশয় না থাকলেও, চার ও পাঁচে কে ব্যাট করবেন, তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। পাঁচে সূর্যকুমার যাদব। এঁদের মধ্যে পন্থ ১৪ বলে অপরাজিত ২৯ রান করলেও, সূর্য মাত্র ৮ রান করে আউট হন। ছ’নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তাঁর ব্যাটিংয়ের শুরুতে জড়তা ছিল।
আরও পড়ুন-শহরের জোড়া খুনে পেশাদার খুনিদের হাত
এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণ কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। প্রথম প্রস্তুতি ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেললেও, শাস্ত্রী জানিয়েছেন, বোলিং কম্বিনেশন নির্ভর করছে শিশিরের ওপর।