মুম্বই, ৪ এপ্রিল : তিনি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত, সেটা প্রকাশ্যে বহুবার জানিয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আরও একবার সিআর সেভেনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর সবচেয়ে প্রিয় ক্রীড়াবিদ কে? উত্তরে কিং কোহলির বক্তব্য, ‘‘অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদি কোনও একটা সকালে ঘুম থেকে উঠে দেখি আমি রোনাল্ডো হয়ে গিয়েছি, তাহলে আমার প্রথম কাজটাই হবে ব্রেন (রোনাল্ডোর) স্ক্যান করে দেখা। কোথা থেকে যে এত মানসিক শক্তি পায়!’’
আরও পড়ুন-এক নম্বরে উঠে এলেন সুইয়াটেক
বিরাটের সঙ্গে ছিলেন আরসিবির আরও দুই তারকা ফাফ ডুপ্লেসি এবং মহম্মদ সিরাজ। ডুপ্লেসি নিজের প্রিয় ক্রীড়াবিদ হিসেবে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের নাম করেছেন। অন্যদিকে, সিরাজ জানান তাঁরও ফেভারিট রোনাল্ডো।
এদিকে বিরাট আরও জানিয়েছেন, ২০১৬ সালের আইপিএল ফাইনালের হার এবং সেবছরই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া তাঁকে প্রচণ্ড দুঃখ দিয়েছিল। বিরাটের বক্তব্য, ‘‘২০১৬ সালের আইপিএল ফাইনাল হেরে যাওয়ার পর খুব দুঃখ পেয়েছিলাম। ওই বছরেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারটাও আমার কেরিয়ারের অন্যতম দুঃখজনক অধ্যায়। অথচ সেবার আমিই ছিলাম টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।’’