সেঞ্চুরিয়ন: প্রথম এশীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন (Centurion) গ্রাউন্ডে টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। তাই বিরাটবাহিনীর এই জয়ের উৎসবেও দেখা গেল অভিনবত্ব।
বায়ো বাবলের মধ্যে থাকায় হোটেল কর্মীদের সঙ্গেই উল্লাসে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা। নাচলেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনরা। এমনকি শান্ত চেতেশ্বর পূজারাকেও দেখা গেল বিরাটদের সঙ্গে কোমর দোলাতে। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে (Centurion) সিরিজের প্রথম টেস্ট জেতার পর টিম হোটেলে ভারতীয় দলকে বিশেষ ভাবে স্বাগত জানান সেখানকার কর্মী-আধিকারিকরা। গানের তালে হোটেল চত্বরেই নাচতে শুরু করে দেন বিরাটরা। তাঁদের সঙ্গে নাচতে থাকেন হোটেল কর্মীরাও। টেস্ট জয়ের এই সেলিব্রেশনের ভিডিও প্রকাশ করা হয় বিসিসিআই-এর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে।
আরও পড়ুন: Tripura : টিএসআরে নিয়োগে অনিয়ম, বিক্ষোভে উত্তাল বিপ্লব-গড়
২০২১-এর শুরুতে গাব্বা জয় করেছিল ভারত। ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়া গত ৩৩ বছর ছিল অপরাজেয়। সেঞ্চুরিয়নও সে ভাবেই দক্ষিণ আফ্রিকার কাছে দুর্গ। এই মাঠে ২০১৪-র ফেব্রুয়ারির পর থেকে হারেনি তারা। টানা সাতটি ম্যাচ জিতেছে এখানে। মোট ২৭টি টেস্ট তারা খেলেছে সেঞ্চুরিয়নে। এর মধ্যে মাত্র তিনটিতে হেরেছে প্রোটিয়াবাহিনী, যার মধ্যে সর্বশেষটি এল ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার। প্রথম টেস্ট জয়ের সঙ্গেই ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা বেড়েছে। আর বাকি দু’টি টেস্ট। সোমবার জোহানেসবার্গে শুরু তৃতীয় টেস্ট। সেখানে জিততে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন দশকের খরা কাটাবে টিম ইন্ডিয়া।