বিশ্বকাপে ব্যর্থ হলে একদিনের নেতৃত্ব হাতছাড়া হবে বিরাটের

Must read

নয়াদিল্লি, ২ নভেম্বর : বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় বিসিসিআই। শেষ তিনটে ম্যাচে ভাল ফল না হলে, ওয়ান ডে নেতৃত্বও হারাতে পারেন বিরাট কোহলি! প্রসঙ্গত, বিশ্বকাপ শেষ হলেই টি-২০ নেতৃত্ব ছাড়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছেন বিরাট। এবার তাঁর সামনে একদিনের নেতৃত্ব হারানোর হুমকি।

ভারতীয় বোর্ডের একটি সূত্রের মতে, ‘‘বিরাটের ওয়ান ডে নেতৃত্ব এবার জোরালো প্রশ্নের মুখে। টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বোর্ড প্রচণ্ড অখুশি। তবে এখনও তিনটে ম্যাচ বাকি। যদি কোনওভাবে ভারত সেমিফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো পরিস্থিতি বদলে যাবে। নাহলে বিরাটের ওয়ান ডে নেতৃত্ব নিয়ে সংশয় রয়েছে।’’

আরও পড়ুন : আফগান ম্যাচে অশ্বিনই ধাঁধা

ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, ‘‘বিশ্বকাপ শেষ হলে নতুন কোচ হিসেবে রাহিল দ্রাবিড়ই খুব সম্ভবত দায়িত্ব নেবেন। বিরাট ওয়ান ডে অধিনায়ক হিসেবে থাকবে না কি রোহিত শর্মা বা অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা তখনই স্পষ্ট হবে। তবে এমনও হতে পারে যে, তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক বেছে নেওয়া হল।’’
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। শোনা যাচ্ছে, ওই সিরিজে রোহিত-বিরাট সমেত একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন কেএল রাহুল। যদিও এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘রোহিত কি একবারও বলেছে যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়কত্ব করতে চায় না? টি-২০ ক্যাপ্টেন হিসেবে এটাই ওর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। তাই রোহিত বিশ্রাম চাইবে বলে মনে হয় না।’’ ১৭ নভেম্বর জয়পুরে প্রথম টি-২০ ম্যাচ। পরের দুটো ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নেভম্বর, রাঁচি এবং কলকাতায়। টি-২০ সিরিজ শেষ হলেই কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ২৫-২৯ নভেম্বর কানপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)। আগামী ২-৩ দিনের মধ্যেই নিউজিল্যান্ডের দল ঘোষণা হবে।

আরও পড়ুন : বিশ্বকাপে ব্যর্থ হলে একদিনের নেতৃত্ব হাতছাড়া হবে বিরাটের

শাস্ত্রী-বিরাটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্ষুদ্ধ আজহার

এদিকে নিউজিল্যান্ডের কাছে বিপর্যয়ের পর অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর সংবাদমাধ্যমের সামনে আসেননি কোচ বা অধিনায়ক। টিম ইন্ডিয়ার তরফে সাংবাদিক সম্মেলনে পাঠানো হয় জসপ্রীত বুমরাকে। এই নিয়েই সরব হয়েছেন আজ্জু মিঞা। বিরাট-শাস্ত্রীকে উদ্দেশ্য করে আজহার জানিয়েছেন, শুধু ম্যাচ জিতলেই সাংবাদিক সম্মেলনে এলে হবে না, দলের হারের পরও আসতে হয়। ব্যর্থতার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হয়। আজহারের বক্তব্য, ‘‘আমি মনে করি, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আসা উচিত কোচের। যদি বিরাট কোহলি সংবাদমাধ্যমের সামনে আসতে না চান, তা হলে ঠিক আছে। কিন্তু রবি ভাইয়ের উচিত দল হারলেও সংবাদমাধ্যমের সামনে আসা। শুধু জিতলেই আপনি সাংবাদিক সম্মেলনে আসতে পারেন না। কোচকে অবশ্যই হারের ব্যাখ্যা দিতে হবে। নিউজিল্যান্ডের কাছে হারের পর বুমারাকে পাঠানো ঠিক হয়নি। অধিনায়ক না এলে কোচ আসুক, অথবা কোচিং স্টাফেদের মধ্যে কেউ সাংবাদিক সম্মেলনে আসুক!’’ এরপর আজহারের সংযোজন, ‘‘একটা বা দু’টো ম্যাচ হারতেই পারে দল। এতে লজ্জার কিছু নেই। কিন্তু দেশবাসীর কাছে, জাতির কাছে অধিনায়ক বা কোচকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যে কেন দল হারল। আপনারা কীভাবে আশা করেন, বুমরা মিডিয়ার সব প্রশ্নের উত্তর দিতে পারবে?’’

Latest article