দুবাই, ২৩ অক্টোবর : দু’বছর পর ফের বাইশ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফের সেই আইসিসি টুর্নামেন্টের মঞ্চ। ওয়ান ডে বিশ্বকাপের পর এবার টি-২০ বিশ্বকাপের আসর। রবিবাসরীয় মহারণের জন্য তৈরি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হাই-ভোল্টেজ ম্যাচের ২৪ ঘণ্টা আগে চূড়ান্ত প্রস্তুতিতে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি খোলসা করলেন না প্রথম ম্যাচের টিম কম্বিনেশন। তবে যাঁকে নিয়ে সবথেকে বেশি আশা-আশঙ্কার দোলাচল, সেই হার্দিক পাণ্ডিয়ার ব্যাপারে আশার কথাই শোনালেন অধিনায়ক।
আরও পড়ুন : ভারত-ম্যাচের আগে বাবরদের সতর্ক করলেন ইউনিস খান
সদ্য শেষ হওয়া আইপিএলের আমিরশাহি পর্বে এক ওভারও বোলিং করেননি অলরাউন্ডার হার্দিক। সরকারি সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বললেন, ‘‘টুর্নামেন্টে যে কোনও সময় হার্দিক দলের হয়ে দুটো ওভার বোলিং করার জায়গায় চলে আসবে। ও খুব ভালভাবে তৈরি হচ্ছে। হার্দিক বোলিং শুরু করার আগে আমরা কিছু বিকল্প তৈরি করেছি। টিম কম্বিনেশন আমি প্রকাশ্যে আনতে চাই না। তবে ব্যাটার হিসেবে ছয় নম্বরে হার্দিকের যে অবদান, সেটা রাতারাতি আনা যায় না। তাই কম্বিনেশন নিয়ে আমরা আশাবাদী।’’
পাকিস্তানকে যথেষ্ট সমীহ করছেন বিরাট। বলে দিলেন, ‘‘পাকিস্তান শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে সবসময় সেরা ক্রিকেট খেলতে হবে। বিপক্ষ দলে একাধিক গেম চেঞ্জার রয়েছে। ম্যাচ জিততে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’’ তবে তিনি বলেন, “এই ম্যাচ আমাদের কাছে আর একটা ম্যাচের মতোই। তাই পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি কিছু ভাবছি না আমরা।”