ক্ষিপ্ত অধিনায়কের প্রশ্ন, রোহিতকে টি-২০ থেকে বাদ দিতে চান?

Must read

দুবাই, ২৫ অক্টোবর : বাবর আজমদের হাতে নাস্তানাবুদ হওয়ার পর সবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তাঁকে কেউ একজন প্রশ্ন করলেন, রোহিত শর্মাকে বসিয়ে ইশান কিশানকে খেলানোর কথা ভাবছেন কিনা। একে দশ উইকেটে হার, তার উপর এমন বেমক্কা প্রশ্ন। বিরাট কোহলি চটে গিয়ে প্রশ্নকর্তাকে বললেন, ‘‘খুব সাহসী প্রশ্ন করেছেন! তা আপনি কী মনে করেন স্যার? আমি তো সেরা দল নিয়েই মাঠে নেমেছিলাম। আমি জানতে চাইছি, আপনি কি টি-২০ আন্তর্জাতিক থেকে রোহিতকে বসাতে চান? আপনি যদি বিতর্ক চান, তাহলে জানিয়ে দিন। আমি আমি সেভাবেই জবাব দেব!” পরের ম্যাচ রবিবার। তার মানে হাতে ছ’দিন সময়। ভারতীয় দলের কাছে এটা ওয়েলকাম ব্রেক। বিরাট বললেন, ‘‘আমার মনে হয় ছ’দিনের এই ব্রেক খুব কাজে আসবে। আমরা সবাই একটা পুরো সিজন খেলে ফেলেছি। তারপর আইপিএল। আইপিএলে শরীরের উপর দিয়ে অনেক চাপ যায়। বিশেষ করে মরুদেশের এই আবহাওয়ায়। তারপর এই বিশ্বকাপ।”

আরও পড়ুন-‘শুধু বাংলা নয়, দেশকে পথ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, দিনহাটায় আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর সঙ্গেই বিরাট আরও জানিয়ে দেন, ‘‘দল হিসাবে এই লম্বা ব্রেক আমাদের কাজে লাগবে। বিশেষ করে ফিটনেস প্রসঙ্গে আমি এই কথাটা বলছি। এমন চাপের টুর্নামেন্টে এরকম ব্রেকের প্রয়োজন আছে।” বিরাট আরও বলেন, টি-২০ বিশ্বকাপ হল হাই ইনটেনসিটি টুর্নামেন্ট। ফলে এই ব্রেক তাঁদের রি-গ্রুপ করতে সাহায্য করবে।  ছ’দিন বিশ্রাম নিয়ে তাঁরা আবার নিউজিল্যান্ড ম্যাচে মাঠে নামতে পারবেন। বিরাট মেনে নিয়েছেন, পাকিস্তান তাঁদের সব বিভাগে হারিয়েছে। তিনি মেনে নেন, এই টুর্নামেন্টে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ফলে রান তাড়া করা, না আগে ব্যাট করে নেওয়া, তা নিয়ে ধন্দ থেকে যাচ্ছে। ‘‘শিশির পরের দিকে সমস্যায় ফেলছে। তাই হাতে কিছু বাড়তি রান থাকলে সেটা সুবিধা দেবে।” বলছিলেন তিনি। কিন্তু রবিবার দুবাইয়ের উইকেট খুব কঠিন ছিল, তা মানছেন না ভারত অধিনায়ক। তবে পাক ওপেনারদের বেলায় উইকেট যে আরও সহজ হয়ে এসেছিল, সেটা জানিয়ে দেন তিনি। বিরাটের কথায়, ‘‘পাকিস্তানের ইনিংসের দশ ওভার নাগাদ শিশির পড়তে শুরু করেছিল। তখন ব্যাটসম্যানদের সুবিধা হয়ে যায়। আমরা ডট বল পাচ্ছিলাম না। অথচ এরকম ম্যাচে ছোট মার্জিনও বড় ব্যাবধান গড়ে দিতে পারে।” বিরাট আরও বলেছেন, তিনি ও তাঁর দল এটা জানে যে পাক ম্যাচে ঠিক কোথায় ভুল হয়েছিল। ‘‘আমরা এদিকে আরও নজর দেব। তারপর সামনে এগিয়ে যাব। মাথায় রাখতে হবে, সামনে আরও অনেক ম্যাচ রয়েছে।” বক্তব্য বিরাটের।

Latest article