দুবাই, ৩০ অক্টোবর : মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রীতিমতো আগ্রাসী মেজাজে বিরাট কোহলি। শনিবার ভাচুর্য়াল প্রেস মিটে প্রতিপক্ষ পেসার ট্রেন্ট বোল্টকে যেমন পাল্টা দিলেন। তেমনই সতীর্থ মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে নেটিজেনদের একাংশকে একহাত নিলেন ভারত অধিনায়ক। একই সঙ্গে কিউয়িদের বিরুদ্ধে শার্দূল ঠাকুরের খেলার সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দল নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন।
বিরাট সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কিছুক্ষণ আগেই বোল্ট হুমকি দিয়েছিলেন, বাঁ হাতি পাক পেসার শাহিন আফ্রিদির মতো তিনিই কাল ভারতীয় ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠতে চান। কিউয়ি পেসারকে ভারত অধিনায়কের পাল্টা জবাব, ‘‘বোল্ট যদি আফ্রিদির পারফরম্যান্সে উদ্দীপ্ত হয়ে থাকে, তাহলে আমরাও ওকে খেলার জন্য তৈরি। এমনটা নয় যে বোল্টকে আমরা এই প্রথমবার খেলব। বরং আমরা বহুবার একে অপরের মুখোমুখি হয়েছি।’’
আরও পড়ুন : সংখ্যালঘুদের উন্নয়নেও জননেত্রী অগ্রনায়িকা
পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সোশ্যাল মিডিয়ায় কুৎসিত আক্রমণের শিকার হয়েছিলেন শামি। তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন নেটিজেনদের একটা অংশ। এদিন কোহলির পাল্টা মন্তব্য, ‘‘কেন আমরা মাঠে নেমে খেলছি, তার যথার্থ কারণ রয়েছে। তাই এই মেরুদণ্ডহীনরা কী বলল, তাতে কিছু আসে যায় না। ওদের সামনে এসে কথা বলার সাহস নেই। সবচেয়ে খারাপ কাজ হল, কাউকে তাঁর ধর্ম নিয়ে আক্রমণ করা।’’
ক্ষুব্ধ বিরাট আরও বলেন, ‘‘দল হিসেবে আমাদের কী করা উচিত, কোন জায়গায় জোর দেওয়া উচিত, সেটা ভাল করেই জানি। কেউ যদি ভাবে ভারত একটাও ম্যাচ হারবে না, তবে সেটা তার সমস্যা। যদি কোনও ম্যাচ হারি, তাহলে সেই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’’
বিরাট এদিন আরও জানিয়েছেন, হার্দিক পাণ্ডিয়া পুরোপুরি ফিট। তবে নিউজিল্যান্ড ম্যাচে তিনি বল করবেন কি না, তা নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। তবে শার্দূলের খেলার সম্ভাবনা উডি়য়ে না দিয়ে ভারত অধিনায়কের মন্তব্য, ‘‘শার্দূল অবশ্যই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছে। ও কাল খেলবে কি না বা টিমে ওর ভূমিকা কী হবে, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে শার্দূল সুযোগ পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে।’’