মোহালি, ২০ এপ্রিল : স্যাম কারেনের সঙ্গে টস করতে নামলেন তিনি। আর বিরাট কোহলিকে দেখে আনন্দে ফেটে পড়ল মোহালির গ্যালারি। কল্পনা নয়, সত্যি। ২০২১-এর আইপিএলের পর, আরও পরিষ্কার করে বললে ঠিক ৪৬৪ দিন বাদে আরসিবির অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটল কিং কোহলির।
আরও পড়ুন-নাইটদের হারিয়ে প্রথম জয় দিল্লির
আসলে কেয়ারটেকার অধিনায়ক হিসাবে কারেনের সঙ্গে টস করতে নামলেন বিরাট। ফাফ ডুপ্লেসিকে তার একটু বাদেই বিরাটের সঙ্গে ওপেন করতে দেখা গেল। পাঁজরের চোটের জন্য ডুপ্লেসির ফিল্ডিং করায় অসুবিধা ছিল। তাই টস করতে এসেছিলেন বিরাট। ২০২২-এর দক্ষিণ আফ্রিকা সফরের পর আরসিবির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। সিএসকে থেকে ডুপ্লেসিকে নিলামে কিনে নিয়ে তাঁর হাতে আরসিবির দায়িত্ব তুলে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। বিরাট ২০১৩-তে প্রথমবার আরসিবির অধিনায়ক হয়েছিলেন। ১৪০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৬৪টি ম্যাচে। হার ৬৯টি ম্যাচে।
আরও পড়ুন-আজ চেন্নাইয়ের সামনে সানরাইজার্স, চোট সারিয়ে ২২ গজে ফিরতে তৈরি স্টোকস
টস করতে এসে বিরাট বলেন, ‘‘ফাফ ফিল্ডিং করতে পারবে না। তাই ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে এই ম্যাচে খেলছে।” কারেন টসে জিতে আরসিবিকে আগে ব্যাট করতে দেন। তাদের হয়ে ইনিংস শুরু করতে আসেন ডুপ্লেসি ও বিরাট। বিরাট বলছিলেন, ‘‘আমরা আগে ব্যাটই করে নিতে চেয়েছিলাম। এই উইকেট আরও স্লো হবে। পরের দিকে কিছু স্পট বেরোলে সুবিধা হবে বোলারদের। আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। নজর দিচ্ছি নিজেদের খেলার দিকে। যাতে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।”
এদিন বিরাটকে অধিনায়ক হিসাবে ফিরতে দেখে মোহালির গ্যালারিতে খুশির ঢল নেমে আসে। সোশ্যাল মিডিয়াতেও বিরাট-বন্দনা শুরু হয়ে যায়।