খেলা

পারথে প্রস্তুতি শুরু বিরাট-রোহিতের

পারথ, ১৬ অক্টোবর : অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগেই বিড়ম্বনায় পড়ে ভারতীয় দল। বিমানবিভ্রাটে নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে ভারতীয় সময় ভোর চারটের সময় পারথে (Perth) টিম-হোটেলে পোঁছন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কিন্তু ক্লান্তি নিয়েও দুই সিনিয়র তারকা মাঠে নেমে পড়েন। পারথে একসঙ্গে দু’জনে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। কখনও থ্রো ডাউন নিয়েছেন। আবার অর্শদীপ সিং, হর্ষিত রানাকে খেলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত ও বিরাটের। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে নিজেদের ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে সংশয় দূর করতে দু’জনে কতটা মরিয়া, অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাঁদের প্রস্তুতির তাগিদই বলে দিচ্ছে। ‘রো-কো’ জুটির সঙ্গে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার-সহ দলের আরও কয়েকজনও এদিন অনুশীলন করেন। বুধবার সন্ধ্যার বিমান ধরায় কোচ গৌতম গম্ভীর পারথে পৌঁছন বৃহস্পতিবার সকালে।

আরও পড়ুন-এসআইআর-বিরোধী সভা নভেম্বরের প্রথমে

দিল্লি থেকে প্রায় চার ঘণ্টা দেরিতে বিমান ছাড়ার কারণেই অস্ট্রেলিয়ায় পৌঁছতে বিলম্ব হয় শুভমন গিলদের। স্বাভাবিকভাবেই সিঙ্গাপুর থেকে নির্ধারিত সময়ের ফ্লাইট ধরতে পারেনি ভারতীয় দল। সিঙ্গাপুর থেকে পরের বিমানে বিরাটরা পারথে পৌঁছন। বিরাটদের স্বাগত জানাতে হোটেলের ঠিক বাইরে হাজির হয়েছিলেন বেশ কিছু সমর্থক। ক্লান্তির কারণে ক্রিকেটাররা সমর্থকদের ছবি তোলার অনুরোধে সাড়া দেননি। তাছাড়া নিরাপত্তার কড়াকড়িও ছিল। রোহিত, বিরাটকে নিয়েই উৎসাহ সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে দু’জনেরই এটি সম্ভাব্য শেষ সিরিজ। ভিডিওতে দেখা যায়, এক সমর্থক হাজির হয়েছিলেন দুই মহাতারকার ছবি দিয়ে বাঁধানো একটি ফ্রেম নিয়ে। তিনি ছবিটি রোহিত-বিরাটের হাতে তুলে দিতে চেয়েও পারেননি। তবে বিকেলে অনুশীলনে যাওয়ার সময় হোটেলের বাইরে অপেক্ষারত ভক্তদের নিরাশ করেননি বিরাট ও রোহিত। এশিয়া কাপে ‘করমর্দন বিতর্ক’ ভুলে এক পাক ভক্তকে অটোগ্রাফ দেন কিং কোহলি। সাহিল নামের ভক্তটি আরসিবি-র জার্সি এগিয়ে দেন। হাসিমুখে তাতে সই করে দেন বিরাট। তবে পাক ভক্তের সঙ্গে বিরাট করমর্দন করেছেন কি না, তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

12 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

17 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

25 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

30 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

39 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago