মুম্বই, ৬ ডিসেম্বর : দলে ফিরেই জয় তৃপ্তি দিচ্ছে বিরাট কোহলিকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ের মুহূর্ত থেকেই ভারত অধিনায়কের মাথায় ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা সফর।
সোমবার মুম্বই টেস্ট জয়ের পর বিরাটের প্রতিক্রিয়া, ‘‘দলে ফিরেই জেতার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কানপুরে প্রথম টেস্টেও দল ভাল খেলেছিল। মুম্বইয়ে আরও উন্নতি করল। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আমি খুশি।’’ এদিকে, অফ ফর্মে থাকা অজিঙ্ক রাহানের পাশে আরও একবার দাঁড়ালেন বিরাট। জোর গুঞ্জন, খারাপ ফর্মের জেরে টেস্টের সহ-অধিনায়কের পদ হারাতে চলেছেন রাহানে। এমনকী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে তাঁর সুযোগ পাওয়া নিয়েও বড় প্রশ্নচিহ্ন ঝুলছে।
এদিন বিরাট যদিও কোনও রাখঢাক না করেই বলে দিলেন, ‘‘অজিঙ্ক টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই বাইরে থেকে কে কী বলল, তাতে কান দিতে চাই না। কঠিন সময় এবং পরিস্থিতিতে যারা বহুবার নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তাদের পাশে থাকতেই হবে। তা সে অজিঙ্ক হোক কিংবা অন্য কেউ।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘অজিঙ্ক এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট ওর পাশেই আছে।’’
আরও পড়ুন : অশ্বিন ও জয়ন্তর চার উইকেট, ৪৩ মিনিটেই শেষ কিউয়িদের প্রতিরোধ
আসন্ন বিদেশ সফর নিয়ে বিরাটের মন্তব্য, ‘‘দক্ষিণ আফ্রিকায় আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমরাও যে বিদেশের মাটিতে জিততে পারি, সেই প্রক্রিয়া অস্ট্রেলিয়া থেকেই শুরু হয়ে গিয়েছিল। এরপর ইংল্যান্ডের মাটিতেও জয় পেয়েছি। ফলে বিশ্বের যে কোনও মাঠে জিততে পারি, এই বিশ্বাস দলের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। বিদেশের মাঠে সাফল্যের এই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকাতেও বজায় রাখতে হবে।’’ নতুন কোচ রাহুল দ্রাবিড় সম্পর্কে বিরাটের বক্তব্য, ‘‘আগের ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করেছিল। এখন রাহুল ভাই দায়িত্ব নিয়েছেন। তবে দলের মানসিকতায় কোনও বদল হয়নি। লক্ষ্য একটাই, ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’’