প্র্যাকটিসে সবার আগে নেমে পড়লেন বিরাট

লোকাল বয় হার্দিক পান্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজে নেই। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা থাকলে আর কিছু লাগে না।

Must read

বরোদা, ৯ জানুয়ারি : লোকাল বয় হার্দিক পান্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজে নেই। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা থাকলে আর কিছু লাগে না। রবিবার কোটাম্বি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ। যার প্রস্তুতিতে শুক্রবার গা ঘামাল ভারতীয় দল।
অন্যদের আগেই বরোদায় এসে পড়েছিলেন বিরাট। বিমানবন্দরে তাঁকে নিয়ে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল ভক্তদের মধ্যে, সেটাই আবার পরিলক্ষিত হল কোটাম্বি স্টেডিয়ামে। তিনি মাঠে এলেন তুমুল উন্মাদনার মধ্যে। বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩০২ রান করে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। গড় ছিল ১৫১। তিনি এর মধ্যে আবার হাজারে ট্রফিতেও রান করে এসেছেন।

আরও পড়ুন-আজ বাঁকুড়ায় অভিষেকের হাইভোল্টেজ যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩টি একদিনের ম্যাচ খেলে বিরাট ১,৬৫৭ রান করেছেন। সেঞ্চুরি ছ’টি। বিরাট এদিন তিনটে নাগাদ প্র্যাকটিসে চলে আসেন। যেখানে দলের প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল সাড়ে পাঁচটায়। এতে একটা জিনিস স্পষ্ট, টানা রানের মধ্যে থেকেও বিরাট প্র্যাকটিসের কোনও সুযোগ ছাড়তে রাজি নন। দক্ষিণ আফ্রিকার মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি রান করার সুযোগ ছাড়তে চান না।
বিরাট ও রোহিতের সঙ্গে নজর রয়েছে শ্রেয়স আইয়ারের দিকেও। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার পর অনেকদিন তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। বিজয় হাজারে ট্রফিতে রান করে শ্রেয়স নিজের ম্যাচ ফিটনেসের প্রমাণ দিয়েছেন। তিনি রবিবারের ম্যাচে হয়তো খেলবেন। রোহিত ও শুভমন ওপেন করার পর তিন ও চারে খেলবেন বিরাট ও শ্রেয়স। পাঁচে হয়তো নীতীশ কুমার রেড্ডি। ছয়ে কেএল রাহুল।
নীতীশের পর শুভমনের দলের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। তিন পেসার হর্ষিত রানা, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। সিরাজের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই ফরম্যাটে তিনি দলের নিয়মিত সদস্য নন। ২০২৭ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটেও উইকেট নিতে হবে সিরাজকে। এদিন নিউজিল্যান্ড ক্রিকেটার উইল ইয়ং বলেছেন, রোহিত-বিরাটকে দেখেই তিনি ও তাঁর মতো ক্রিকেটাররা বেড়ে উঠেছেন।

Latest article