নয়াদিল্লি, ১৬ অগাস্ট : মাসখানেকের বিরতির পর এশিয়া কাপে ২২ গজে ফিরছেন বিরাট কোহলি। আগামী ২৮ অগাস্ট পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী, এশিয়া কাপেই চেনা ফর্মে দেখা যাবে বিরাটকে।
দীর্ঘদিন হয়ে গেল, বিরাটের ব্যাটে কোনও বড় রানের ইনিংস নেই। কিং কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন তিন বছর আগে! গত ইংল্যান্ড সফরেও প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন।
আরও পড়ুন-সামনে তাকানোর বার্তা লক্ষ্মী-রমনের
এরপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সৌরভ বলছেন, ‘‘বিরাট প্র্যাকটিস শুরু করেছে। এবার বেশি করে ম্যাচ খেলুক। ও বড় মাপের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছে। আশা করি, এশিয়া কাপেই রানে ফিরবে। অনেক দিন হয়ে গেল ওর ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। আমার বিশ্বাস, বিরাট এশিয়া কাপেই ফর্মে ফিরবে।’’
আরও পড়ুন-বুস্টার সচেতনতায় পুরসভা
এদিকে, গত ন’মাসে মোট আটজন অধিনায়ক দেখেছে ভারতীয় ক্রিকেট। প্রায় প্রতিটি সিরিজেই অধিনায়ক বদল হচ্ছে। এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘‘তিন ফরম্যাটে ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু প্রত্যেকেই এত বেশি ম্যাচ খেলছে যে চোট লাগতেই পারে। তাই বিশ্রাম দিতেই হবে। এই কারণেই অধিনায়ক বদলাচ্ছে। নতুন ক্রিকেটাররা দায়িত্ব নিচ্ছে। এতে জাতীয় দলের কোনও ক্ষতি হচ্ছে না। কারণ এই মুহূর্তে দেশে অন্তত ৩০ জন ক্রিকেটার আছে, যারা ভারতের হয়ে খেলার যোগ্যতা রাখে।’’