বিরাট আরও তিন-চার বছর খেলবে : শাস্ত্রী

শাস্ত্রী সোমবার কমেন্ট্রি করার ফাঁকে বলেছেন, বিরাট কিভাবে আউট হয়েছে ভুলে যান। আমার মনে হয় ও আরও ৩-৪ বছর খেলবে।

Must read

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর : বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে প্রচুর জল্পনা রয়েছে এই সিরিজে। বলা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরের পর দুজনের ভবিষ্যৎ ঠিক হতে পরে। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে বিরাট ও রোহিত আবার ব্যর্থ হয়েছেন। ফলে এই জল্পনা তীব্রতর আকার নিয়েছে। কিন্তু রবি শাস্ত্রী স্পষ্ট জানাচ্ছেন, বিরাটের এখনই অবসরের কোনও প্রশ্ন নেই। তিনি আরও ৩-৪ বছর খেলবেন। তবে রোহিত হয়তো এই সিরিজের পর অবসর নিয়ে ভাববেন। প্রসঙ্গত, নির্বাচক প্রধান অজিত আগারকর বর্তমানে মেলবোর্নে রয়েছেন। তাঁর সঙ্গে টেস্টের পর রোহিতের কথা হবে বলেই খবর।

আরও পড়ুন-বর্ষবরণে শহর জুড়ে কড়া নিরাপত্তা

বিরাট তাও পারথে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু রোহিত সেই নিউজিল্যান্ড সিরিজ থেকেই ফর্ম হারিয়েছেন। শাস্ত্রী সোমবার কমেন্ট্রি করার ফাঁকে বলেছেন, বিরাট কিভাবে আউট হয়েছে ভুলে যান। আমার মনে হয় ও আরও ৩-৪ বছর খেলবে। রোহিতের ব্যাপারটা উপরের দিককার আলোচনার বিষয়। ওর ফুটওয়ার্ক আগের মতো নেই। সিরিজ শেষে হয়তো এসব নিয়ে ভাববে। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ায় এবার চার টেস্টে বিরাট একটি সেঞ্চুরি-সহ ১৬৭ রান করেছেন। গড় ২৭। রোহিত তিন টেস্টে করেছেন ৩১ রান। গড় ৬। ফলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক রোহিতকে নিয়েও প্রশ্ন উঠছে। নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের সঙ্গে মাঠে তাঁর নেওয়া অনেক সিদ্ধান্তের সমালোচনা হয়েছে। পারথে প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে ভারত জেতার পর স্বাভাবিকভাবে তুলনাও চলে আসছে।

Latest article