বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্ক

Must read

মুম্বই, ৩ ডিসেম্বর : ছোট্ট ব্রেকের পর বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন মোটেই সুখকর হল না। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র চার বল খেলে শূন্য রান করে ফিরে গেলেন তিনি। এই ফিরে যাওয়ার সঙ্গেই অবশ্য শুরু হয়ে গেল নতুন বিতর্ক। আজাজ প্যাটেলের বলে আম্পায়ার অনিল চৌধুরি তাঁকে এলবি দিলেও ভিডিও রিপ্লেতে দেখা গিয়েছে বল বিরাটের ব্যাটে লেগে প্যাডে লেগেছিল। এতে সোশ্যাল মিডিয়ায় বিরাট-ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন পার্থিব প্যাটেল, আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গার, জিমি নিশাম-সহ অনেকেই।

মাঠের আম্পায়ার অনিল এদিন বিরাটকে এলবি দেওয়ার পর থার্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা আউটের আলট্রা এজ ভিডিও দেখলেও চোখ রাখেননি বল ট্র্যাকিং-এর দিকে। এরপর ভিডিওটি ‘ইনকনক্লুসিভ’ বলে দাবি করে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়ার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। শর্মা দাবি করেন, বল ও প্যাড একসঙ্গে থাকায় তিনি পরিষ্কার ছবি দেখতে পাননি।

আরও পড়ুন : ভারতকে ম্যাচে ফেরালেন মায়াঙ্ক

উইকেট ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার আগে বিরাট স্পষ্টতই নিজের ক্ষোভ প্রকাশ করে যান। তাঁকে মাটিতে ব্যাট আছাড় মারতেও দেখা যায়। এরপরই টুইটারে বিরাটের এই বিতর্কিত আউট নিয়ে পরপর প্রতিক্রিয়া আসতে শুরু করে। ক্রিকেটার অভিনব মুকুন্দ লেখেন, নিশ্চিতভাবে বল আগে ব্যাটে লেগেছিল! আকাশ চোপড়া লেখেন, ‘ইনকনক্লুসিভ’ প্রমাণ কখনও আম্পায়ারিংয়ের মানকে ঢেকে দিতে পারে না! পার্থিব প্যাটেল লিখেছেন, কোহলি আউট ছিল না। হ্যাঁ, নিউজিল্যান্ড এই সেশনে দারুণ কামব্যাক করেছে। কিন্তু তারা বিরাটের এলবি-র সুবিধাও পেয়েছে। কিউয়ি অলরাউন্ডার নিশাম অবশ্য মুখে কিছু না বলে শুধু লিখেছেন, ‘ওহ!’ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারও বলেন, বল আগে ব্যাটেই লেগেছিল। তারপর প্যাডে। সুতরাং এটা আম্পায়ারের ভুল। আর এক প্রাক্তন ওয়াসিম জাফরও বাঙ্গারের সুরেই কথা বলেছেন। একমাত্র কমেন্টেটর সাইমন ডুল বলেন, তাঁরা দেখেছেন বল আগে বিরাটের প্যাডেই লেগেছিল।

Latest article