নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি: অধিনায়কত্ব বিতর্কের রেশ কাটতে না কাটতেই দেশের মাটিতে শততম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে। কিন্তু নিজের মাইলস্টোন টেস্ট দর্শকদের সামনে খেলতে পারবেন না কিং কোহলি। কারণ, ফাঁকা মাঠেই হবে মোহালি টেস্ট।
আরও পড়ুন-মুর্শিদাবাদে ৭ পুরসভায়, ১৩৫ ওয়ার্ডে ভোট আজ
৪ মার্চ থেকে মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ আই এস বিন্দ্রা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় এই টেস্ট ম্যাচ দর্শকশূন্য মাঠেই অনুষ্ঠিত হবে। পিসিএ-র সিইও দীপক শর্মা শনিবার সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘মোহালিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম টেস্ট ক্লোজড ডোরে হবে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না।’’
বিরাট দর্শকদের সামনে মাইলস্টোন টেস্ট খেলতে পারলে তাঁর শততম টেস্টের আকর্ষণ বহুগুণ বাড়তে পারত। কিন্তু কোভিড পরিস্থিতিকে গুরুত্ব দিতেই হত। তাই পিসিএ-র অনুরোধ সত্ত্বেও পাঞ্জাব সরকার তাতে সম্মতি দেয়নি। রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট। হিটম্যানও প্রথমবার টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মোহালিতে।