বেঙ্গালুরু, ১ মে : গত দশ বছরে বিরাট কোহলির সাফল্য, ব্যর্থতার সঙ্গী তিনি। বৃহস্পতিবার ৩৭-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এমন দিনে মনের মানুষের ‘বিরাট’ শুভেচ্ছা তিনি পাবেন না, তা হয় নাকি? প্রত্যাশিতভাবেই ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কার সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন বিরাট। সেখানে কিং কোহলি লিখেছেন, ‘‘আমার প্রাণের বন্ধু। জীবনসঙ্গী। তুমিই আমার সব কিছু। প্রতিদিন, প্রতিমুহূর্তে তোমাকে ভালবাসি। তুমিই জীবনের আলো দেখাও। শুভ জন্মদিন আমার ভালবাসা।’’
আরও পড়ুন-বাংলার ফুলে সেজে উঠছে কেদারনাথ
এভাবেই স্ত্রী অনুষ্কাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‘বিরুষ্কা’র প্রেমের ছবিতে মুগ্ধ নেটিজেনরাও অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এমন ছবি দেখে মন ভরে গেল। শুভ কামনা রইল’। আর একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন কিং কুইন’। কেউ আবার লিখেছেন, ‘রাজার অনুগত রানি’।