মুম্বই, ৭ অক্টোবর : ক্রিকেটের বাইরে ব্যবসাতেও বেশ মন দিয়েছেন বিরাট কোহলি। দেশের কয়েকটি শহরে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের ফুড চেইন ‘ওয়ান এইট কমিউন’। কলকাতায় এই রেস্তরাঁর শাখা থাকলেও মুম্বইয়ে এত দিন ছিল না। এবার আরব সাগরের তীরে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বাংলো লিজ নিয়ে সেখানে বিরাট খুলে ফেললেন ঝাঁ-চকচকে রেস্তরাঁ। শনিবার ৮ অক্টোবর জুহুতে বিরাটের নতুন রেস্তরাঁর উদ্বোধন। আর এই প্রথম বার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন নিজের রেস্তরাঁর অন্দরমহলের ছবি। যদিও বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় থাকায় উদ্বোধনে থাকতে পারছেন না বিরাট।
আরও পড়ুন-অনাদরের লক্ষ্মী
কিশোর কুমারের জুহুর পুরনো বাংলো ‘গৌরী কুঞ্জ’ নামে এক সময় পরিচিত ছিল। জানা গিয়েছে, বিরাট জুহুতে অবস্থিত এই বাংলোর একটা অংশ পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন। সেখানেই গড়ে উঠেছে রেস্তরাঁ। বলিউড অভিনেতা তথা সঞ্চালক মণীশ পলকে রেস্তরাঁ ঘুরিয়ে দেখান বিরাট এবং সেখানকার বিভিন্ন তথ্য শেয়ার করেন। কিশোরের গান নিয়ে তাঁর আবেগ, ভালবাসার কথাও জানান ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক। ভিডিওতে বিরাট বলেন, ‘‘ওঁর গান আমাকে খুব স্পর্শ করে। যখনই কেউ আমার কাছে জানতে চায়, তুমি কার সঙ্গে দেখা করতে চাও, আমি সব সময় কিশোর দা’র নাম উল্লেখ করি। কারণ, উনি ছিলেন ক্যারিশম্যাটিক।’’ ভিডিওতে কিশোর কুমারের বিখ্যাত গান ‘মেরে মেহবুব কায়ামত হোগি’ গাইতেও দেখা গিয়েছে বিরাটকে। ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তরাঁর ভিতর শোভা পাচ্ছে বিরাটের ১৮ নম্বর নীল জার্সি।