নয়াদিল্লি : টানা আট মরশুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর, এ বছর দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (Devid Warner)। চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ ভাল ফর্মে রয়েছেন বাঁহাতি অস্ট্রেলীয় ওপেনার। ৫৯.৩৩ গড়ে করেছেন ৩৫৬ রান। সেই ওয়ার্নার প্রসঙ্গে বেশ কিছু অজানা তথ্য প্রকাশ্যে আনলেন দিল্লির প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্র শেহবাগ (Virendra Sehwag)।
আরও পড়ুন: ২০১৮-র স্মৃতিচারণ হাসির, ধোনির চোখে সেদিন জল দেখেছিলাম
২০০৯ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আইপিএলের অভিষেক ঘটেছিল ওয়ার্নারের (Devid Warner)। ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লি দলের নিয়মিত সদস্য। শেহবাগের দাবি, শুরুর দিকে খেলায় মন ছিল না ওয়ার্নারের। বরং পার্টি করতেই বেশি ব্যস্ত থাকতেন! বীরুর (Virendra Sehwag) বক্তব্য, ‘‘দিল্লির অধিনায়ক থাকার সময় আমি কয়েকজন ক্রিকেটারের উপরে বিরক্ত ছিলাম। এর মধ্যে একজন ওয়ার্নার। কারণ শুরুর দিকে প্র্যাকটিস বা খেলার থেকেও ওর মন বেশি ছিল পার্টিতে। সতীর্থদের সঙ্গেও বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়ে ছিল। তাই শিক্ষা দেওয়ার জন্য শেষ দুটো ম্যাচের আগে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম।’’
শেহবাগ আরও বলেন, ‘‘সেই সময় ওয়ার্নার নতুন ছিল। তাই ওকে বোঝানো জরুরি ছিল যে, টিম স্পিরিট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ কোনও একজনের জন্য পরিবেশ নষ্ট হোক, সেটা চাইনি। তাই ওকে দলের বাইরে রাখা হয়েছিল।’’