মানবতা রক্ষার বার্তা দিতে হেঁটে ভারত সফর শুরু বিশালের

এর পর ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু আর্থিক অনটনে পড়াশোনা এগোয়নি।

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: লালগড় থানার সিজুয়া পঞ্চায়েতের নাড়চা গ্রামের ঊনত্রিশের যুবক বিশাল মুর্মু পায়ে হেঁটে ভারত সফর শুরু করলেন। বিশালের বাবা মনোহর মুর্মু পেশায় দিনমজুর। বাড়িতে বাবা-মা ছাড়াও আছেন এক বোন প্রীতি। তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালিতে এমএ পাস করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। লালগড়ের কাটাপাহাড়ি হাইস্কুল থেকে মাধ্যমিক, বনপুকুরিয়া আহ্লাদী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশাল।

আরও পড়ুন-ফের আক্রান্ত ইসকন সেন্টার, চিন্ময়ের মুক্তি চেয়ে রামকৃষ্ণ মিশনের চিঠি

এর পর ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু আর্থিক অনটনে পড়াশোনা এগোয়নি। বেসরকারি সংস্থার কাজ করলেও মন বসেনি। এবার মানবতা বাঁচাওয়ের বার্তা দিতে পায়ে হেঁটে ভারত সফরের কর্মসূচি শুরু করলেন। বিশাল জানান, মানুষ এখন প্রচণ্ড ব্যস্ত। সমাজ ও অন্যের কথা ভাবে না। তাই মানবতা বাঁচাও কর্মসূচি সফল করতে জাতীয় পতাকা হাতে ভারত ভ্রমণ শুরু করেছি। লালগড় থেকে ঝাড়খণ্ডের ঘাটশিলা হয়ে ওড়িশার পুরী পৌঁছাব। সেখান থেকে কটক হয়ে অন্য রাজ্যে যাব। তাঁর এই কর্মসূচি সফল করতে ঝাড়গ্রামের কয়েকজন শুভানুধ্যায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Latest article