বইমেলায় স্টল নয় পরিষদের, জানাল আদালত

Must read

প্রতিবেদন : বহাল থাকল গিল্ডের সিদ্ধান্তই। হাইকোর্টে খারিজ হয়ে গেল বিশ্ব হিন্দু পরিষদের আবেদন। চলতি বছরের কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) আর স্টল দিতে পারবে না ভিএইচপি। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ভিএইচপির মামলা খারিজ করে দেন। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-র আবেদনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এবারের কলকাতা বইমেলায় বইয়ের (Kolkata Book Fair) স্টল দিতে চেয়ে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কাছে আবেদন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু সঠিকভাবে আবেদন না করায় তা বাতিল করে দেয় গিল্ড। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় ভিএইচপি। এদিন সেই আবেদনও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যেহেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

আরও পড়ুন- অস্ত্র কারখানায় বিস্ফোরণে হত ৮

Latest article