পেটুয়াঘাট ও শঙ্করপুর মৎস্যবন্দর পরিদর্শন

তারপর তাঁরা বন্দরের সভাকক্ষে বৈঠক করেন। বৈঠকে মাছ নিলামকেন্দ্র চালু না হওয়া, বন্দরে সংযোগকারী বেহাল রাস্তা প্রভৃতি নানা বিষয় উঠে আসে।

Must read

সংবাদদাতা, তমলুক : মৎস্য বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলাশাসক দফতরে উন্নয়নমূলক বৈঠক করেন। তাঁরা পেটুয়াঘাট ও শঙ্করপুর মৎস্যবন্দর পরিদর্শনও করেন। কমিটির চেয়ারম্যান চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের নেতৃত্বে ছ’জনের এই প্রতিনিধি দল প্রথমে পেটুয়াঘাট মৎস্যবন্দরে যান। জেটিঘাট, নিলামকেন্দ্র, বরফকল থেকে শুরু করে নানা পরিকাঠামো ঘুরে দেখেন।

আরও পড়ুন-শব্দদূষণ রোধে কড়া পুলিশ, আদায় জরিমানা

তারপর তাঁরা বন্দরের সভাকক্ষে বৈঠক করেন। বৈঠকে মাছ নিলামকেন্দ্র চালু না হওয়া, বন্দরে সংযোগকারী বেহাল রাস্তা প্রভৃতি নানা বিষয় উঠে আসে। বৈঠকে প্রতিনিধিদলের কাছে এই বিষয়গুলি বিশেষভাবে বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে তুলে ধরা হয়। এরপর শঙ্করপুর মৎস্যবন্দর পরিদর্শনে যায় প্রতিনিধি দল। সেখানে বন্দরের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রুকবানুর বলেন, দুটি বন্দর ঘুরে দেখলাম। সমস্ত বিষয় রিপোর্ট আকারে রাজ্য সরকারের কাছে পেশ করা হবে।

Latest article