বঙ্গ

জগন্নাথধামে এবার চালু হল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: ভক্তি ও শান্তির মেলবন্ধনে দিঘার জগন্নাথধাম বর্তমানে মানুষের মনে স্থান করে নিয়েছে। উদ্বোধনের পর থেকে জগন্নাথধাম (Digha Jagannath Dham) দর্শনে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বালুভূমির তীর্থক্ষেত্রে। সেখানেই এবার চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার নয়া ব্যবস্থা। নতুন বছরের আগে ধর্মপ্রেমী মানুষের জন্য এটি বাড়তি উপহার বলে মনে করছেন অনেকেই। এতদিন জগন্নাথধামে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হত আগে থেকে। তবে সেই মহাপ্রসাদও মন্দিরে বসে খাওয়ার কোনও ব্যবস্থা ছিল না। রবিবার থেকে মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের জন্য মন্দিরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হল। জানা গিয়েছে, একেবারে আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য মন্দির কর্তৃপক্ষের ৯০৫৯০৫২৫৫০ নম্বরে সকালের মধ্যেই বুকিং করতে হবে। সকালের প্রাতরাশের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে। এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য সেদিন বিকেলের মধ্যেই বুকিং করতে হবে। দুপুরের মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পদ। সেখানে পোলাও, খিচুড়ি, সাদা ভাত-সহ থাকছে বিভিন্ন রকমের সবজি ও মিষ্টি। রবিবার প্রথম দিন ৫৬ জন এই ভোগপ্রসাদ গ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষের তরফে থেকে গিফট শপের সামনেই ভোগ খাওয়ার ব্যবস্থা হয়েছে। একসঙ্গে ২০০ জন প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেজন্য মোট ৫০টি টেবিলের ব্যবস্থা হয়েছে। অন্যান্য বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকে পূর্ণ থাকে দিঘা। তবে জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই দিঘার আকর্ষণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই চলতি ডিসেম্বর-জানুয়ারিতে যে অন্যান্য বছরের তুলনায় বাড়তি ভিড় জমবে তা বলার অপেক্ষা রাখে না। তাই ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ আধ্যাত্মিক পরিবেশে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছেনল। জগন্নাথধাম (Digha Jagannath Dham) ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, এবার থেকে মন্দিরের ভিতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তেরা। চাহিদামতো আগামী দিনে এই পরিকাঠামো বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন-যোগীরাজ্যে আত্মঘাতী বাংলায় অসুস্থ বিএলও

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago