প্রতিবেদন : আইএসএলের মতো দর্শকশূন্য মাঠেই শুরু হয়েছে আই লিগ। অনেক আগেই সিদ্ধান্ত হয়, গতবারের মতো এবারও লিগের খেলা ফাঁকা মাঠেই অনুষ্ঠিত হবে। কিন্তু রবিবার ফেডারেশন কর্তারা ভাবনায় বদল এনেছেন। মোহনবাগান মাঠে আই লিগের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন এআইএফএফ সচিব কুশল দাস, লিগ সিইও সুনন্দ ধর, ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত-সহ আরও অনেকে।
আরও পড়ুন-আজ এমপি কাপের প্রথম সেমিফাইনাল
সেখানেই ফেডারেশন কর্তারা উপলব্ধি করেন, কলকাতা লিগ ও ডুরান্ড কাপের নকআউট পর্বের ম্যাচ যখন কিছু দর্শকের সামনে হতে পেরেছে, তখন আই লিগেও সেটা হতে পারে। তাই ঠিক হয়েছে, ২৫-৩০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে। এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান ফেডারেশন কর্তারা।