স্পাইস জেটের পর এবার ভিস্তারা বিমানে বিভ্রাট

Must read

মঙ্গলবার সকাল থেকেই জোড়া বিভ্রাটে পর্যুদস্ত স্পাইসজেট বিমান। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও উইন্ডশিল্ড ভেঙে যাওয়া। ঠিক এরপরই আজ ভিস্তারা বিমানে (Vistara Flight) গণ্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গতকালই ব্যাংকক থেকে একটি ফ্লাইট দিল্লিতে নামার পরই ভিস্তারা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটিকে ট্যাক্সিওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যেতে হয়। যদিও যাত্রীরা সুরক্ষিত রয়েছে।

আরও পড়ুন: প্রতিহিংসার সুন্দর মুখ ঐশ্বর্য! ‘পোনিয়িন সেলভান-১’-এর প্রথম লুক প্রকাশ্যে

মঙ্গলবার ব্যাঙ্কক-দিল্লি ফ্লাইট ইউ কে ১২২ (UK-122) এর একটি ইঞ্জিনে হঠাৎ সমস্যা দেখা দেয়। বিমান সংস্থা সূত্রে খবর, দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সময় আচমটাই ওই বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে  বিমানটিকে তড়িঘড়ি পার্কিং বে-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান সংস্থা ভিস্তারার (Vistara Flight) তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ব্যাংকক দিল্লিগামী বিমানে (UK122 BKK-DEL) একটি ছোট্ট বৈদ্যুতিক ত্রুটি দেখা যায়। অবতরণের সময় এই ত্রুটি ধরা পড়ে। যদিও যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিমানটিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবেই অবতরণ করিয়েছেন বিমান চালক । ঘটনায় কেউ আহত হননি, যাত্রীরা নিরাপদ এবং সুরক্ষিত আছেন। তবে বারবার কেন বিভ্রাটের মুখে পড়ছে বিমান সংস্থাগুলি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest article