রবীন্দ্র-ঐতিহ্য মেনেই চলবে বিশ্বভারতী, দায়িত্ব নিয়ে উপাচার্য

তাঁকে স্বাগত জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন। ছিলেন জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের ধামাধরা উপাচার্যের জন্য বিশ্বভারতীতে লাগাতার অশান্তি এবং নৈরাজ্য চলেছে। এবার দায়িত্বে এক প্রাক্তনী। তাঁর হাত ধরে বিশ্বভারতী তার মর্যাদা ফিরে পায় কিনা সেটাই দেখার। তবে  কৃষিবিজ্ঞানী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিশ্বভারতীর মর্যাদা ফেরানোর ব্যাপারে বদ্ধপরিকর। দায়িত্ব নিয়েই বিশ্বভারতীর নয়া উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানালেন, ‘রবীন্দ্র-ঐতিহ্যকে মান্যতা দিয়েই বিশ্বভারতী পরিচালনা হবে’। বুধবার, বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে দায়িত্বভার গ্রহণ করেন স্থায়ী উপাচার্য। তাঁকে স্বাগত জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন। ছিলেন জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।

আরও পড়ুন-সাকেত গোখেলের ভাষণে উচ্ছ্বসিত বিরোধী শিবির

দায়িত্ব নিয়ে প্রবীরকুমার বলেন, স্থায়ী উপাচার্য হিসাবে দেশের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, আমি তা চ্যালেঞ্জ হিসাবেই গ্রহণ করেছি। রবীন্দ্র-ঐতিহ্য মেনেই অধ্যাপক, কর্মী-সহ সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে। আমাদের সকলের একটাই লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক বাড়ানো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ মেনেই কাজ পরিচালনা হবে। এই নিয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সঙ্গে দ্রুত বৈঠকে বসে কতদূর কী কাজ হয়েছে বিভিন্ন ভবন, সুবিধা-অসুবিধা সবকিছুই দেখা হবে।

Latest article